• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সাকিবের যে গুণে মুগ্ধ বাবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৭
সাকিব-বাবর
ছবি- সংগৃহীত

চলতি বিপিএলে রংপুরে রাইডার্সের স্কোয়াডে এক রকম চাঁদের হাটই বসেছিল। সেই তালিকায় আরও অনেকেই যোগ দিতে যাচ্ছেন। তবে দলটির স্কোয়াডে বড় দুই বিজ্ঞাপন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওয়ানডের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। দেশি ও বিদেশি তারকাদের নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ঘরোয়া এই টুর্নামেন্টের সিলেট পর্ব শেষ করেছে রংপুর ফ্র্যাঞ্চাইজি।

এদিকে খুব দ্রুতই নিজের দেশে ফিরে যাবেন বাবর। কেননা, পিসিবি থেকে দেওয়া এনওসি'র মেয়াদ প্রায় শেষ। শেষ মুহূর্তে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মাঠে অনুশীলন সারেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। সেখানেই সাকিবের প্রসঙ্গ উঠে এলো। সাকিবের মুগ্ধতার কথাও জানালেন তিনি।

সাকিবকে নিয়ে বাবরের মন্তব্য, আমি নই, সাকিব ভাই-ই বড় (বয়সে)। আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স এবং তরুণদের জন্য সম্মানের যে সাকিব তাদের দলে আছে। তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে শেয়ার করে, ম্যাচের সময়ও সে এটা করে; এটা খুবই ভালো জিনিস। ড্রেসিংরুমে সে সবসময় পজিটিভ এবং হাস্যোজ্জ্বল থাকে।

এ সময়ে বিপিএলের উইকেট নিয়েও সমালোচনা করেন বাবর। তার ভাষ্য, উইকেট দিনে একরকম, আবার রাতে অন্যরকম আচরণ করে। ধারাবাহিকভাবে বাউন্স পাওয়া যায় না আবার। সবসময় স্পিনও হয় না। মাঝে মাঝে স্লো এবং নিচু হয়। আমার মনে হয় মানের দিক থেকে উইকেটের দিক থেকে বিপিএলের মান আরও বাড়াতে হবে।

বাবর যোগ করেন, এই কন্ডিশন ব্যাটিংয়ের জন্য কঠিন। আমি জানি আমরা যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলছি, তা সঠিক নয়। এমন কন্ডিশনে বা পিচ টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী নয়। যদি আপনি চার-ছক্কা দেখতে চান, তাহলে এভাবে হবে না। এটা বিপিএলের জন্য ভালো নয়। এমন কন্ডিশনেই আমাদের খেলতে হবে আসলে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাঈমের ধীরগতির ইনিংসে কপাল পুড়ল খুলনার, বরিশালের ষষ্ঠ জয়
নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ
বরিশালকে ব্যাটিংয়ে পাঠাল খুলনা
সাকিবের পর লিজেন্ড লিগে দল পেলেন তামিম