• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

১১ ঘণ্টা ব্যাট করে রিফাতের ট্রিপল সেঞ্চুরির রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৭
রিফাত
ছবি- সংগৃহীত

ট্রিপল সেঞ্চুরি করে নতুন কীর্তি গড়েছেন বিকেএসপির ওপেনার রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ট্রিপল সেঞ্চুরি করেন ১৬ বছর বয়সী রিফাত। বয়সভিত্তিক ক্রিকেটে এটিই বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরি।

রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্টেডিয়ামে এমন ইতিহাস গড়তে ৬৫০ মিনিট মানে প্রায় ১১ ঘণ্টা (১০ ঘণ্টা ৫০ মিনিট) উইকেটে ছিলেন বিকেএসপির এই ওপেনার।

ঢাকা মেট্রোর বিপক্ষে ২৯ চার ও ৪ ছক্কায় ৪৮৩ বলে ৩২০ রানের অপরাজিত এই ইনিংস সাজিয়েছেন তিনি।

আসরের দ্বিতীয় সেমিতে প্রথমে ব্যাট করে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে যায় ঢাকা মেট্রো।

বিকেএসপির হয়ে অধিনায়ক তাফসির আরাফাত তাসিব চারটি এবং ফারহান শাহরিয়ার ৩ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে বিকেএসপি। প্রথম ইনিংসে ৫৪৯ রান তুলে দলটি।

রিফাতের ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি আরেক ওপেনার ফাহিম মুনতাসির ৫৭ এবং টপ-অর্ডারের ইয়াসিন আরাফাতের ৪৫ রানের সুবাদে এই সংগ্রহ দাঁড় করায় তারা।

ঢাকা মেট্রোর হয়ে ৫ উইকেট নেন লেগ স্পিনার আবু সুফিয়ান শাওন।

প্রথম ইনিংসে ৪০৬ রানে পিছিয়ে ফের ব্যাট করছে ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বিনা উইকেটে ৮১ রান তুলেছে তারা। তাই এখনও ৩২৪ রানে এগিয়ে বিকেএসপি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার্থে ৭২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো ভারত-অস্ট্রেলিয়া
অটোরিকশা নিয়ে কেন এই ছিনিমিনি খেলা: নিলয় আলমগীর
ঢাকার বিভিন্ন সড়কে অটোরিকশা চালকদের অবস্থান, তীব্র যানজট
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ আহত