• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

বিপিএল মাতাতে বাংলাদেশে নারিন-রাসেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৭
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে যোগ দিয়েছেন টি-টোয়েন্টির বড় দুই নাম আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। তারা দুজনই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত বছরের সেপ্টেম্বরে তাদের দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল কুমিল্লা। তবে আইএল টি-টোয়েন্টির কারণে বিপিএলের শুরুর দিকে যোগ দিতে পারেননি তারা। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিটি লিগ থেকে তাদের দল ছিটকে পড়ায় কিছুটা আগেই বিপিএলে যোগ দিয়েছেন তারা।

চট্টগ্রামে টিম হোটেলে উঠেছেন তারা। সব ঠিকঠাক থাকলে ১৯ ফেব্রুয়ারিই তাদের মাঠে দেখা যেতে পারে।

এদিন দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা। কোয়ালিফায়ার নিশ্চিত করার লড়াইয়ে বিদেশি কোটায় মাঠে নামতে পারেন রাসেল ও নারিন।

৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সব কিছু বিবেচনায় ফ্র্যাঞ্চাইজিটির প্লে-অফে খেলা একপ্রকার নিশ্চিত।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
সাইফ ও হেলস ঝড়ে বিধ্বস্ত সিলেট, চতুর্থ জয় রংপুরের
দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুরের বিপক্ষে সিলেটের রান পাহাড়
টস জিতে ফিল্ডিংয়ে রংপুর