জমে উঠেছে বিপিএলের সেরা চারের লড়াই
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একদিন বিরতির পর সোমবার (১৯ ফেব্রুয়ারি) আলাদাভাবে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।
তবে আসরের একদম শেষ দিকে এসে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। আর মাত্র ৬ ম্যাচ শেষেই প্লে-অফ পর্বে প্রবেশ করবে এবারের বিপিএল। তাই শেষ চারে ওঠার লড়াইয়ে আলোচনায় নানান সমীকরণও।
এদিকে এবারের বিপিএল থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে দুর্দান্ত ঢাকা এবং সিলেট স্ট্রাইকার্স। টানা ১১ ম্যাচ হেরে আসর থেকে ছিটকে গেছে উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে শুভ সূচনা করা ঢাকা।
অন্যদিকে পাঁচ ম্যাচে হেরেও ঘুরে দাঁড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে শনিবার (১৭ ফেব্রুয়ারি) ফরচুন বরিশালের কাছে ১৮ রানে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সিলেটের।
বাকি পাঁচ দলের মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্টে টেবিলের শীর্ষে নুরুল হাসান সোহানের দল। বাকি চার দলের কারোর সামনেই সাকিব-সোহানদের টপকানোর সুযোগ নেই।
প্লে-অফের বাকি তিন স্লটের জন্য লড়াই করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স। এর মধ্যে কুমিল্লা সবার চেয়ে এগিয়ে। চলতি আসরের শুরুটা ভালো না হলেও শেষ এসে ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচ খেলে সাতটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিটন দাসের কুমিল্লা। তাই আরেকটি জয় পেলেই প্লে-অফ নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা সিলেট।
তবে মূল লড়াইটা হবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের মধ্যে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বরিশাল। অন্যদিকে ১১ ম্যাচে ১২ পয়েন্টে চতুর্থ স্থানে বন্দরনগরীর দলটি। এ ছাড়া ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে খুলনা।
খুলনা টাইগার্সের সঙ্গে শেষ ম্যাচ চট্টগ্রামের। ওই ম্যাচটি ফাইনালের আগে আরেকটি বড় ফাইনাল। ওই ম্যাচে খুলনা হারলেই তাদের নিশ্চিত বিদায় হবে।
অন্যদিকে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুটি ম্যাচ আছে তামিম-মুশিদের। যেকোনো একটি ম্যাচে জিতলেই প্লে-অফে উঠে যাবে বরিশাল।
তাই কুমিল্লা ও বরিশালের জন্য প্লে-অফের সমীকরণ তুলনামূলক অনেকটা সহজ। আর শেষ স্লটের জন্য মূলত লড়াইটা হবে খুলনা এবং চট্টগ্রামের।
মন্তব্য করুন