ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রাঁচি টেস্টে বিশ্রামে বুমরাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:৪৬ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। হায়দ্রাবাদ টেস্টে পরাজয় দেখলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। বিশাখাপট্টনমের পর রাজকোটেও জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল।

বিজ্ঞাপন

এদিকে ইংলিশদের বিপক্ষে ইতিহাস গড়ার পরই স্কোয়াডে পরিবর্তন আনতে চাচ্ছে ভারত। আগামী ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে দুই দল। তবে এই ম্যাচে জাসপ্রিত বুমরাহকে পাচ্ছে না ম্যান ইন ব্লু’রা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদন এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

বিজ্ঞাপন

চলতি সিরিজে সব থেকে বেশি উইকেট নিয়েছেন বুমরাহ। তিন ম্যাচে ১৩ দশমিক ৬৪ গড়ে এই পেসারের শিকার ১৭ উইকেট।

এর আগে, রাজকোট টেস্টেও তার খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে শেষ পর্যন্ত খেলেছেন এই পেসার।

মূলত ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই তাকে বিশ্রাম দিতে চায় ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। চলতি সিরিজে এখন পর্যন্ত ৮০ ওভারের বেশি বল করেছেন ভারতীয় এই পেসার। বিশাখানপট্টনমে একই কারণে আরেক পেসার মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে বুমরাহর বদলে নতুন করে স্কোয়াডে কেউ ডাক পাবেন কিনা, তা এখনও নিশ্চিত না। 

তবে রাঁচিতে দলের সঙ্গে যোগ দেবেন মুকেশ কুমার। তৃতীয় টেস্টে তাকে বসিয়ে রঞ্জি ট্রফিতে পাঠিয়েছিল টিম ম্যানেজম্যান্ট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |