বাংলাদেশে চলছে বিপিএলের পঞ্চম আসর। চার-ছক্কায় দেশের কোটি ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করছেন বিদেশি ক্রিকেটাররা। এতে খুঁজে পাওয়া যাচ্ছে না দেশি ব্যাটসম্যানদের। অন্যদিকে মালয়েশিয়ায় চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। বিপিএলে দেশি ব্যাটসম্যানরা রানখরায় ভুগলেও সেখানে রানের ফোয়ারা ছুটাচ্ছেন টাইগার যুবারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ২৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
২০১০ সালে যুব বিশ্বকাপে নেপিয়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৩০৭ রান করেছিল বাংলাদেশ। সাত বছর পর পেছনের রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লো সাইফ হাসানের দল। সোমবার কুয়ালালামপুরে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩৫ রান করে বাংলাদেশ যুবারা। জবাবে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। এতে দলগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে জেতে তারা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩৬ রানের মধ্যে ফিরে যান পিনাক ঘোষ (১২) ও নাঈম শেখ (১৩)। তবে তৃতীয় উইকেটের বদৌলতে বদলে যায় বাংলাদেশের চেহারা। অধিনায়ক সাইফ হাসান ও তৌহিদ হৃদয় মিলে গড়নে ১৯২ রানের জুটি। তৌহিদের দুর্দান্ত সেঞ্চুরি আর অধিনায়ক সাইফ হাসানের ৯০ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৩৫ রান তোলে লাল সবুজের প্রতিনিধিরা।
সেঞ্চুরির পথে ৭টি চার ও ৪টি ছক্কায় ১২০ বলে ১২০ রান করেন তৌহিদ। ১০৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৯০ রান করেন সাইফ।
তৃতীয় উইকেট জুটিতে নতুন রেকর্ড গড়েন সাইফ-তৌহিদ। ২০১৬ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিনাক ঘোষ ও নাজমুল হোসেন শান্ত গড়েন ১৭৯ রানের জুটি। তা ছাপিয়ে এখন সর্বোচ্চ রানের জুটি সাইফ-তৌহিদের। এদিন মুমিনুল হক, সাব্বির রহমান ও এনামুল হক বিজয়দের গড়া রেকর্ডও ভেঙে দেন সাইফ- তৌহিদরা।
মালয়েশিয়ার হয়ে মোহাম্মদ হাফিজ ৯ ওভারে ৭৮ রান খরচায় নেন ৪ উইকেট। দুই উইকেট নেয়া সাইদ আজিজ ১০ ওভারে দেন ৯৬ রান।
৩৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মালয়েশিয়ার সাইদ আজিজ ১ রান করে বিদায় নেন। অধিনায়ক ভিরানদিপ সিং সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া সাইফ মালিক ৮, সাউভিনদার সিং ৩, বিজয় উন্নি ২ রান করেন।
বল হাতে বাংলাদেশের পক্ষে শাখাওয়াত হোসেন ৩টি উইকেট শিকার করেন। আফিফ নেন ২টি উইকেট। ১টি করে উইকেট ঝুলিতে ভরেছেন রনি হোসেন ও সাইফ হাসান।
আগের ম্যাচে নেপালের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। টানা ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে এ গ্রুপে শীর্ষে আছে যুবারা। দুই পয়েন্ট করে নিয়ে তাদের পরেই আছে ভারত ও নেপাল।
আগামীকাল মঙ্গলবার টানা তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এএ/ডিএইচ