গত এক বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন পদে একাধিক বার পরিবর্তন এসেছে। ভারত বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর বাবর আজমদের কোচ থেকে সরিয়ে দেওয়া হয় গ্র্যান্ট ব্র্যাডবার্নকে। তারপরও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে পুরোপুরি ব্যর্থ হয় দ্য গ্রিন ম্যানরা।
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই আগে ভাগেই দলের সবকিছু শক্তিশালী করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই পাকিস্তান দলের দায়িত্ব তুলে দিতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার শেন ওয়াটসনকে। এই তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তানসহ দেশটির বেশ কয়েকটি জনপ্রিয় গণমাধ্যম।
ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াটসনকে কোচ করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে পিসিবি। এখন কেবল নতুন চেয়ারম্যান মহসিন রাজা নাকভির সিদ্ধান্তের অপেক্ষায় তারা।
চলতি পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়াটসন। দলের অবস্থানও ভালো পর্যায়ে। তাই সব দিক বিবেচনা করেই এই অজি কিংবদন্তিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে পাকিস্তান। সবকিছু ঠিক থাকলেও এই সিরিজ থেকেই শুরু হতে পারে পাকিস্তান ক্রিকেটের ওয়াটসন অধ্যায়। মোহাম্মদ হাফিজের স্থলাভিষিক্ত হবেন তিনি।
অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার দেশের হয়ে ২০০৭ আর ২০১৫ সালে দুটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। এ ছাড়াও জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স ট্রফিও। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ওয়াটসন কোচ হিসেবেও বেশ সফল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করিয়েও বেশ সুনাম কুড়িয়েছেন।
৪২ বছর বয়সী সাবেক এই অজি অলরাউন্ডার পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জিতেছেন।