মিরপুরে সাকিবের অন্যরকম বিকেল
সাকিব আল হাসান! যেখানেই যান সেখানেই কেড়ে নেন ক্যামেরার লেন্সের ফোকাস। শনিবার বিকেলটা একান্ত নিজের মতো করে কাটাতে মিরপুরে এসেছিলেন মিস্টার সেভেন্টিফাইভ। কিন্তু তা আর পারলেন কই!
ডিপিএল’র ট্রফি উন্মোচন অনুষ্ঠান কাভার করতে এসেছিলেন গণমাধ্যম কর্মীরা। সেখানে সাকিবকে দেখে নড়েচড়ে বসেন সবাই। না, সাকিব অনুশীলন বা কোনো ক্রিকেটীয় কাজে আসেননি। এসেছিলেন তার তিন সন্তানকে নিয়ে। মিরপুরের হোম অব ক্রিকেটের সবুজ উঠোনে নিজের সন্তানদের নিয়ে একটু সময় কাটাতে।
ক্রিকেটার না হলে তিনি হতেন ফুটবলার। নানান সময়ে এমন তথ্য বা আগ্রহের কথা গণমাধ্যমকে জানিয়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের রক্তে ফুটবল। তাই তো মিরপুরের সবুজ আঙ্গিনায় ছোট ছেলে ও মেয়েকে নিয়ে মেতে উঠলেন ফুটবল নিয়ে।
গ্যালারিতে তখন কৈশোর না পেরুনো নারী ক্রিকেটারদের চিৎকার। সাকিব আল হাসানের আকর্ষণ নেওয়ার চেষ্টা। সফল তারা, পেলেন সাকিবের সাড়া। হাত নেড়ে তাদের ডাকলেন সাকিব। দৌড়ে এসে মূল মাঠে আসার চেষ্টা তাদের। বাধা হয়ে দাঁড়ায় নিরাপত্তাকর্মী ও গ্রাউন্ডস ম্যানরা।
সাকিব তখন মোসাদ্দেক আর ইমরুল কায়েসের সঙ্গে আলাপে মগ্ন। এরপর সিসিডিএম চেয়ারম্যানের সঙ্গে আলাপ করতে করতে ঢুকে গেলেন ড্রেসিংরুমে। যেখানে অপেক্ষমাণ তার বড় মেয়ে আলায়না।
শেষে আলায়নাকে মাঠে আনতে ব্যর্থ সাকিব। বাংলার ক্রিকেটের পোস্টারবয়ের আগমনে রাঙ্গা বিকেল উপভোগ করল মিরপুরের ‘হোম অব ক্রিকেট’।
মন্তব্য করুন