• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

শ্রীলঙ্কার টাইমড-আউট সেলিব্রেশন, যা বললেন বাংলাদেশের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মার্চ ২০২৪, ২১:৩১
শ্রীলঙ্কা
ছবি-সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ–শ্রীলঙ্কার মুখোমুখি লড়াই মানেই যেন ভিন্ন উত্তাপ! শুরুটা সেই নিদহাস ট্রফির নাগিন ডান্স থেকে। ওয়ানডে বিশ্বকাপে তাতে যোগ হয়েছে নতুন উপাদান। এই দ্বৈরথে এখন নতুন উপাদান অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড–আউট।

শনিবার (৯ মার্চ) সিলেটে টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচে আরও একবার সেই উত্তাপ ছড়াল। এই ম্যাচে তাওহীদ হৃদয়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন লঙ্কান ক্রিকেটাররা। এরপর ট্রফি নিয়ে পুরো সদলবলে টাইমড-আউট উদযাপন করেছে তারা।

এর আগে, বিশ্বকাপে সাকিব আল হাসানকে আউট করে টাইমড-আউট উদযাপন করেছিলেন ম্যাথিউস। এবার সিরিজ নির্ধারণী ম্যাচ শেষে সেলিব্রেশন করল পুরো দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয়। বেশ সাবলীল ভাষায় জবাব দিয়েছেন টপ-অর্ডার এই ব্যাটার।

শান্তর ভাষ্য, আগ্রাসীভাবে হ্যান্ডেল করার কিছু নাই। ওরা ওই টাইমড-আউট নিয়েই তো দেখাইসে? আমার মনে হয় ওরা এখনও (সেই আউটের চিন্তা) বের হইতে পারে নাই। আমার মনে হয় বের হওয়া উচিত। বর্তমানে থাকা উচিত। আমরা খেলার নিয়মের বাইরে কিছু করি নাই। একটু বেশিই মাতামাতি করছে তো করুক; এটা নিয়ে আমরা চিন্তিত না।

টাইগার দলপতি যোগ করেন, আসলে সবসময় কিন্তু এরকম হয় না। এক ওভারে ৩ উইকেট পড়েছে তার আগের ওভারে ১ উইকেট পড়েছে। এত উইকেট সাধারণত পড়ে না। আজকে আমরা একটু বেশি উইকেট দিয়ে বলেছি। আপনি যা বুঝাতে চাচ্ছেন তেমন না হয়ত। ব্যাটাররা প্রস্তুতি নিয়েই আসে। অই এক ওভারে আসলে প্ল্যান করারও কোনো সুযোগ ছিল। টানা ৩ বলে ৩ উইকেট। আমার মনে হয় ভবিষ্যতে এমন কিছু হবে না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের নাটকীয়তায় মালদ্বীপকে হারাল বাংলাদেশ
সাফজয়ীদের এক কোটি টাকা দিবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী
আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে জায়গা পেল বাংলাদেশ
বাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলেছে বিগত সরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য