• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

একনজরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মার্চ ২০২৪, ১৫:১৪
বাংলাদেশ
ছবি-সংগৃহীত

প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর সুযোগ ছিল বাংলাদেশের। তবে সেই সুযোগ লুফে নিতে পারেনি চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের অলিখিত ফাইনালে লঙ্কানদের কাছে ২৮ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। তিনদিনের বিরতি শেষে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ ওভারের লড়াইয়ে নামবে দুই দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে।

এর আগে, প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে এক নুয়ান থুসারার তাণ্ডবে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের।

অন্যদিকে চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিনদিনের বিরতি দিয়ে ফের চট্টগ্রামে ফিরে দ্বিতীয় টেস্ট খেলবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে গড়াবে সিরিজের শেষ টেস্ট।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি

প্রথম ওয়ানডে ১৩ মার্চ দুপুর ২টা ৩০ মিনিট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে ১৫ মার্চ দুপুর ২টা ৩০ মিনিট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে ১৮ মার্চ সকাল ১০টা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের নাটকীয়তায় মালদ্বীপকে হারাল বাংলাদেশ
এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার
সাফজয়ীদের এক কোটি টাকা দিবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী
আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে জায়গা পেল বাংলাদেশ