• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

হ্যাটট্রিকে কেইনের রেকর্ড, বায়ার্নের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মার্চ ২০২৪, ১৬:২৯
বায়ার্ন
ছবি-সংগৃহীত

হ্যারি কেইনের হ্যাটট্রিকের রাতে মাইনৎসকে ৮-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এতে লিগ টেবিলের শীর্ষে থাকা লেভারকুসেনকে হটিয়ে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার স্বপ্ন টিকিয়ে রাখল বেভারিয়ান্সরা।

এদিন এক অনন্য রেকর্ড স্পর্শ করেছেন দলের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন। হ্যাটট্রিক করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন তিনি। এর মাধ্যমে মিউনিখের জার্সিতে প্রথম মৌসুমে এখন পর্যন্ত ৩০ গোল করার কৃতিত্ব দেখালেন ইংলিশ অধিনায়ক। ফলে ১৯৬৩-৬৪ মৌসুমে হামবুর্গের জার্মান লিজেন্ড উয়ে সিলারের ৬০ বছরের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

এদিকে মৌসুম শেষ হতে এখনও ৯ ম্যাচ বাকি, তাই তার সামনে সুবর্ণ সুযোগ এই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার। এ ছাড়া ২০২০-২১ মৌসুমে বায়ার্নের হয়ে রবার্ট লিওয়ানদোস্কির করা এক মৌসুমে ৪১ গোলের রেকর্ডও ছাড়িয়ে যাবার সুযোগ রয়েছে তার সামনে।

ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর মেইঞ্জের বিপক্ষে একটু বেশি নির্দয় হয়ে উঠেছিল বায়ার্ন।

ম্যাচের ১৩তম মিনিটে জামাল মুসিয়ালার পাস থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন কেইন। সাত মিনিট পর তার হেড রুখে দেন মেইঞ্জ গোলরক্ষক রবিন জেন্টনার। কিন্তু ফিরতি বলে ব্যবধান দ্বিগুণ করেন লিও গোরেতকা।

ম্যাচের ৩১তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে বায়ার্ন রক্ষণভাগকে অবাক করে দিয়ে এক গোল পরিশোধ করেন এনডিয়েম আমিরি। কিন্তু প্রথমার্ধের স্টপেজ টাইমে গোরেতকার লফটে ডাসে তার দ্বিতীয় গোল পূরণ করেন কেইন। এতে ৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান অভিজ্ঞ থমাস মুলার। আর এতেই মেইঞ্জের বড় পরাজয় সময়ে ব্যাপার হয়ে দাঁড়ায়। এরপর একে এক আরও চার গোল দিয়েছেন মুসিয়ালা, সার্জি গ্যানাব্রি, কেইন ও গোরেতকা।

গত গ্রীষ্মে টটেনহ্যাম থেকে বায়ার্নে আসা কেইন প্রথম খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগার চলতি মৌসুমে ৪ হ্যাট্রিকের নতুন রেকর্ডও গড়েছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর জয়ের রেকর্ডে ভর করে শেষ আটে পর্তুগাল
ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের
এবার ৩টি পর্বতারোহণে রেকর্ড গড়লেন পাবনার তৌকির
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গ্যালারিতে অসুস্থ হয়ে বায়ার্ন সমর্থকের মৃত্যু