• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

সাফ জয়ী অনূর্ধ্ব-১৯ নারী দলকে সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ মার্চ ২০২৪, ১০:৩৮

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রোমাঞ্চকর ফাইনালে ড্র করে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অর্জনের স্বীকৃতি ‌ও উৎসাহ দিতে, খেলোয়াড়সহ পুরো টিম ম্যানেজমেন্টকে একটি করে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি উপহার দেওয়া হয়েছে।

বিমানবন্দরের মতো সংবর্ধনা অনুষ্ঠানেও আসেননি, বাফুফের সিনিয়র চার সহসভাপতির কেউ। তবে তাদের হয়ে সাফাই গাইলেন নারী কমিটির চেয়ারম্যান।

মাহফুজা আক্তার কিরণের মন্তব্য, পেলে তো অবশ্যই ভালো লাগতো। নিশ্চয়ই কোনো ব্যস্ততা ছিল। সে কারণেই যেতে পারেননি।

নানা অর্জন সত্ত্বেও নিয়মিত লিগসহ নারী ফুটবল কাঠামো এখনও ঠিক করতে পারেনি বাফুফে। এজন্য আবাহনী-মোহামেডানের মতো বড় ক্লাবগুলো এগিয়ে না আসা ও মেয়েদের সুরক্ষাকে কারণ হিসেবে উল্লেখ করেন মাহফুজা আক্তার কিরণ।

নারী কমিটির চেয়ারম্যানের দাবি, আমাদের পাইপলাইনে অনেক প্লেয়ার আছে। কিন্তু আমাদের এই ডরমিটরিতে অ্যাকুমোডেট করতে পারি না। আমাদের অর্থনৈতিক সাপোর্টও নেই। পাশে সরকারকে পেলে আমরা অবশ্যই নেক্সট লেভেলে যাব।

সংবর্ধনায় খুশি হলেও, কঠিন বাস্তবতা সামনে নিয়ে আসলেন অধিনায়ক।

তার দাবি, পড়াশোনা চালিয়ে যাচ্ছি। ফুটবল আমি বেশিদিন খেলতে পারবো না।

বয়সভিত্তিক সাফল্যের স্তর অতিক্রম করতে, কাঠামো ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করে বাফুফে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসকে নারী দলের জার্সি উপহার
প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন নারী ফুটবলাররা
আজ সাফজয়ীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
আমিরাতকে উড়িয়ে টাইগারদের সিরিজ জয়