ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সাবেক লঙ্কান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ , ০৪:৩১ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। বর্তমানে অনুরাধাপুরা টিচিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্রীলঙ্কার উত্তর-মধ্য শহর অনুরাধাপুরে এ দুর্ঘটনা ঘটে। সকালে প্রাইভেটকারে করে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন থিরিমান্নে। বিপরীত পাশ থেকে হঠাৎই একটি ট্রাক এসে ধাক্কা মারলে মুহূর্তেই চুরমার হয়ে পড়ে তার গাড়ি।

এরপর ৩৪ বছর বয়সী থিরিমান্নেকে দ্রুতই অনুরাধাপুরা টিচিং হাসপাতালে নেওয়া হয়। তার সঙ্গে গাড়িতে থাকা আরও একজন ব্যক্তিও একই হাসপাতালে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

গত বছর অবসরের ঘোষণা দেন থিরিমান্নে। তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালে। শ্রীলঙ্কার হয়ে ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ব্যাটার।

এ ছাড়াও পাঁচটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন দেশকে। শ্রীলঙ্কার ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। আরও দুটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |