• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ম্যাচ হেরে যা বললেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২৪, ১৩:১৫
শান্ত
ছবি-সংগৃহীত

ঘরের মাঠে টানা দ্বিতীয়বার শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারানোর মিশনে নামলেও শেষ পর্যন্ত লঙ্কানরাই শেষ হাসি হেসেছে। সফরকারীদের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা। এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৮৭ রানের লক্ষ্য ১৭ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে সফরকারীরা।

ম্যাচ হারের পর লঙ্কান ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।

তার (শান্ত) ভাষ্য, হৃদয় দারুণ খেলেছে, যেটা আমরাও তার থেকে আশা করেছিলাম। সৌম্যর ব্যাটিংও ভালো ছিল। আমার মনে হয়, এই উইকেটে আমার আর সৌম্যর আরও লম্বা সময় ব্যাটিং করা উচিত... যাই-হোক পরের ম্যাচে চেষ্টা করব, সেটা করতে। আসলে আমরা যে রান করেছিলাম, সেটা একেবারে কম না। কিন্তু তারা আরও ভালো ব্যাটিং করেছে। আশা করছি, আমরা আরও শক্তিশালীভাবে ফিরতে পারব। পরের ম্যাচে বিশেষ কিছুর অপেক্ষায় সবাই।

উল্লেখ্য, আগামী সোমবার (১৮ মার্চ) তৃতীয় ও শেষ ওয়ানডেই সিরিজ নির্ধারণী ম্যাচ হবে। সব কিছু বিবেচনায় শেষ ম্যাচটিই দুই দলের জন্য অঘোষিত ফাইনাল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো, প্রতিপক্ষ রংপুর 
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা
বাবা তুমি শান্তিতে ঘুমাও, নিহত বুয়েট ছাত্রের মা
নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত