দ্য হানড্রেড টুর্নামেন্টে সাকিব-তামিমসহ দল পাননি যেসব ক্রিকেটার
আগামী ২৩ জুলাই ইংল্যান্ডে শুরু হবে দ্য হানড্রেড টুর্নামেন্ট। জমকালো এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে আগ্রহ দেখিয়ে ড্রাফটে নাম দিয়েছিলেন সাকিব-তামিম ইকবালসহ ১৬ বাংলাদেশি ক্রিকেটার। ব্রিটিশ এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পাননি বাংলাদেশের কোনো খেলোয়াড়।
বুধবার (২১ মার্চ) রাতে লন্ডনে হয়ে যাওয়া নিলামে সাকিব-তামিম ছাড়াও নাম উঠেছিল ১৪ বাংলাদেশির। যার মধ্যে রয়েছে, ছিলেন লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ তামিম, আফিফ হোসেন, শামীম হোসেন, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার। এ ছাড়া একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নাম দিয়েছিলেন জাহানারা আলম।
এদিকে পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দল পাওয়ায় অবাক হয়েছেন সকলেই। দল পেয়েছেন কেবল দুই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।
শাহিন শাহ আফ্রিদি খেলবেন ওয়েলশ ফায়ারের হয়ে, বার্মিংহাম ফোনিক্সের হয়ে খেলবেন নাসিম শাহ। আফগানিস্তানের ফজলহক ফারুকি ও জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজ খেলবেন ম্যানচেস্টার অরিজিনালের হয়ে।
এ ছাড়াও দল না পাওয়ার তালিকায় আছেন মার্ক উড ও জেসন রয়, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিডদের মতো বড় বড় তারকা ক্রিকেটাররা।
মন্তব্য করুন