• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ মার্চ ২০২৪, ১৫:৩২
বাংলাদেশ
ছবি-সংগৃহীত

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অন্যদিকে সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারীদের বিশ্বকাপ।

১০ দলের অংশগ্রহণে হবে এবারের নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফর করবে ভারতীয় নারী ক্রিকেট দল। তবে আসন্ন এই সফরে কয়টি ম্যাচ হবে, তা এখনও খোলাসা করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে বিসিবি সূত্র জানিয়েছে, ১০ দিনের সফরে বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে ভারত।

শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় নারী দলের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

তার (নাদেল) ভাষ্যমতে, বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে-এটা চূড়ান্ত।

এর আগে, ২০১৪ ও ২০২৩ সালে দুইবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারতীয় নারী ক্রিকেট দল। এ ছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও বসেছিল বাংলাদেশে। সে সেময়ে কক্সবাজারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারতীয় দল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আতিফের কনসার্ট, সাইবার হামলার রহস্য উন্মোচন
দেশের মাটিতে আমরাই ফেভারিট: জ্যোতি
কসবা সীমান্তে ২ বাংলাদেশিকে বিএসএফের গুলি
জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন: জামায়াত আমির