• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

মোস্তাফিজের ঝলকে শুভসূচনা চেন্নাইয়ের

ক্রীড়া ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ মার্চ ২০২৪, ০০:৩৭
ছবি : সংগৃহীত

আইপিএলের উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস জয় দিয়ে যাত্রা শুরু করল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে দলটি। ম্যাচটিতে চার ওভারে ২৯ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ম্যাচটিতে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে বেঙ্গালুরু। জবাবে ৮ বল থাকতেই ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বেঙ্গালুরুর দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে রাচিন রাবিন্দ্রর ব্যাটে উড়ন্ত সূচনা করে চেন্নাই। এদিন ব্যাট হাতে বেশিক্ষণ পিচে থাকতে পারেনি অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। আউট হওয়ার আগে করেন ১৫ বলে ১৫ রান। রাচিন রাবিন্দ্র ৩টি চার ও ৩টি ছক্কায় খেলেন ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন। এরপর আজিঙ্কা রাহানের ১৯ বলে ২৭ আর মিচেল ১৮ বলে করেন ২২ রান দলকে অনেকটা পথ এগিয়ে দেয়।

পরপর দুটি ওভারে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে চেন্নাইকে চাপে ফেলেন ক্যামেরন গ্রিন। সেখান থেকে রবীন্দ্র জাদেজা ও শিভাম দুবের ৩৭ বলে ৬৬ রানের জুটিতে ম্যাচ জিতে চেন্নাই সুপার কিংস। দুবে ২৮ বলে ৩৪ ও জাদেজা ১৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেকর্ড গড়ে আইপিএলে দল পেলেন ১৩ বছরের বৈভব
সাকিব-মোস্তাফিজকে দলে না নেওয়ায় আইপিএল বয়কটের দাবি ভক্তদের
আইপিএলের নিলামে নাম উঠল না সাকিবের
বিগ ব্যাশে দল পেলেও, আইপিএলে অবিক্রিত রিশাদ