১১ পরিবর্তন নিয়েও জয় ইতালির
একাদশ ঘোষণাতেই চমক রেখেছিলেন ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ইউরোর আগে অনেক ফুটবলারকে পরখ করে নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তাই বলে পুরো ম্যাচের একাদশই পাল্টে ফেলা হবে, এটা ভাবাও অসম্ভব। সেটাই করে দেখালেন ইতালিয়ান কোচ। তবে পুরো বদলে ফেলা একাদশ নিয়েও খুব একটা সমস্যা হয়নি। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
সোমবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় ভোরে রেড বুল এরিনায় ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে দ্য ব্লুজ।
এদিন ম্যাচজুড়ে সমান তালে লড়ে দুই দল। তবে ম্যাচের শুরুতেই ইকুয়েডরের জাল খুঁজে নেন লরেঞ্জো পেলেগ্রিনি। কিছু সময় পরেই ব্যবধান বাড়ানোর কাছাকাছি গিয়েছিলেন জানিয়োলো। কিন্তু ইকুয়েডরকে রক্ষা করেন দলটির গোলকিপার। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ইতালি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। অন্যদিকে আক্রমণের ধার বাড়ায় ইকুয়েডর। তবে কোনোভাবেই জালের দেখা পায়নি তারা।
অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে নিকোলো বারেলার গোলে লিড বাড়ায় ইতালি। ইতালির অধিনায়ক হিসেবে এটি তার প্রথম গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠে ছাড়ে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা।
মন্তব্য করুন