• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বড় পরাজয়ের পর যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ মার্চ ২০২৪, ১৪:৫৩
শান্ত
ছবি-সংগৃহীত

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে পরাজয় দেখেছে বাংলাদেশ। সফরকারীদের ছুঁড়ে দেওয়া ৫১১ রানের পাহাড় সমান লক্ষ্যের জবাবে স্রেফ ১৮২ রানে গুঁটিয়ে গেছে স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপ। এতে সিলেট টেস্ট ৩২৮ রানে হেরেছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

সিলেটে টেস্ট দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থতার মোড়কে আবদ্ধ ছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলের অভিজ্ঞ ক্রিকেটাররাই বেশি হতাশ ডুবিয়েছেন টাইগার সমর্থকদের। তবে এমন পরাজয়ের পরও লঙ্কান দুই সেঞ্চুরিয়ানকে কৃতিত্ব দিচ্ছেন টাইগার দলপতি শান্ত।

ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল হোসেন শান্তর দাবি, ধনাঞ্জয়া এবং কামিন্দু যেভাবে ব্যাটিং করেছে, তা দুর্দান্ত ছিল।

একই সঙ্গে বোলারদের প্রশংসাও করেছেন টপ-অর্ডার এই ব্যাটার। তার ভাষ্য, আমাদের বোলাররাও যেভাবে বোলিং করেছে, তা দুর্দান্ত ছিল। উইকেট ভালো ছিল।

শান্ত যোগ করেন, আমাদের নতুন বলের ব্যাটিংয়ের জন্য উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে অনেক কাজ করতে হবে, এটা নিয়ে। যখন চট্টগ্রামে যাব, পরিকল্পনা থাকবে তখন এবং আশা করি, আমরা আরও ভালো করব।

এদিকে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে নিজেদের দ্বিতীয় ইনিংসে একাই লড়াই করেছেন মুমিনুল হক। শেষ পর্যন্ত ৮৭ রানে অপরাজিত থেকেছেন সাবেক এই টেস্ট অধিনায়ক।

এ প্রসঙ্গে শান্তর মন্তব্য, তিনি (মুমিনুল) চাপের মধ্যে একটি অসাধারণ নক খেলেছেন এবং আশা করি সামনেও দলের জন্য এভাবেই ধারাবাহিকতা বজায় রাখবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাখাইনে রোহিঙ্গাদের সেফ জোন তৈরিতে জার্মানের সমর্থন চায় বাংলাদেশ
আমরা সবসময় বাংলাদেশকে অগ্রাধিকার দেই: চীনা পররাষ্ট্রমন্ত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বড় নিয়োগ, আবেদনের শেষ সময় ২২ জানুয়ারি
বাংলাদেশের ৯০ শতাংশ অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে: আমির খসরু