আইপিএল ২০২৪
কোহলিদের ব্যাটিংয়ে পাঠালো কলকাতা
চলমান আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সানরাজার্স হায়দ্রাবাদকে চার রানে হারিয়ে আসর শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে শাহরুখ খানের দল।
শুক্রবার (২৮ মার্চ) টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কলকাতা। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে দুইবারের চ্যাম্পিয়নরা। সূয়াশ শর্মার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছে অনুকূল রায়।
কলকাতার একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অনুকূল রায়, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুনিল নারিন।
বেঙ্গালুরুর একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মোহাম্মদ সিরাজ, যশ দয়াল, মায়াঙ্ক দাগার ও আলজারি জোসেফ।
মন্তব্য করুন