• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

টেস্ট শেষ না করেই দেশে ফিরছেন চান্দিমাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২৪, ১৩:৩৪
চান্দিমাল
ছবি- শ্রীলঙ্কা ক্রিকেট ফেসবুক

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা। বর্তমানে টাইগারদের বিপক্ষে ফিল্ডিং করছে সফরকারীরা। তবে দলটির সঙ্গে মাঠে নামেননি দীনেশ চান্দিমাল। পারিবারিক কারণে চলমান টেস্ট রেখেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার।

মঙ্গলবার (২ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন চান্দিমাল। জরুরি পারিবারিক মেডিকেল প্রয়োজনে তাৎক্ষণিকভাবে দেশে ফিরতে হচ্ছে তাকে।

বিবৃতিতে আরও বলা হয়, চান্দিমালের সতীর্থরা, কোচিং স্টাফ ও বোর্ড এই সময়ে তার পাশে আছে। তার পারিবারিক গোপনীয়তাকেও সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে।

এদিকে তার বদলি হিসেবে একজন ফিল্ডার ব্যবহার করতে পারবে সফরকারীরা। তবে ওই বদলি ক্রিকেটার বোলিং করতে পারবেন না।

এর আগে, প্রথম ইনিংসে ফিফটি করেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার। এ ছাড়া পরের ইনিংসে ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। কেবল চতুর্থ ইনিংসের ফিল্ডিংই বাকি ছিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের ‘প্রথম’ টেস্ট জয়ের ২০ বছর
ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
এক দিনেই ১৫ উইকেট, রোমাঞ্চের অপেক্ষায় সিডনি টেস্ট
সিডনি টেস্টে না খেলার কারণ জানালেন রোহিত