• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিরিজে ফিরতে টাইগ্রেসদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২৪, ১৩:৪৪
বাংলাদেশ
ছবি- বিসিবি

ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের সামনে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণে স্বাগতিকদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অজিরা।

মঙ্গলবার (২ এপ্রিল) হোম অব ক্রিকেট মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের সংগ্রহ পেয়েছে অজিরা। দলটির হয়ে জর্জিয়া ওয়ারহ্যামের ব্যাট থেকে সর্বোচ্চ ৫৭ রান এসেছে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় অজিরা। দলীয় ১৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ফোবি লিচফিল্ড। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ২ রান।

এরপর শুরুর ধাক্কা সামাল দেন গ্রেস হ্যারিস ও জর্জিয়া ওয়ারহ্যাম জুটি। এই জুটি থেকে আসে ৯১ রান। আগ্রাসী ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরির পর ৩০ বলে ৫৭ রান করে ফেরেন জর্জিয়া।

এই ব্যাটারের বিদায়ের পরই মূলত অজিদের ব্যাটিং লাইন-আপে মূল ধস নামে। এরপর আর কোনো ব্যাটারই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

অন্যদিকে শেষ ওভারে অজি শিবিরে তাণ্ডব চালান টাইগ্রেস ফারিহা তৃষ্ণা। তার হ্যাটট্রিকে সংগ্রহ বড় করতে পারেননি অজিরা।

শেষ দিকে অ্যালিসি পেরির ২৯ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের পুঁজি পায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফারিহা তৃষ্ণা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ
সংসদে ১৫০ নারী আসন চায় বাংলাদেশ মহিলা পরিষদ
বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে চায় বিশ্বব্যাংক
ভালো শুরুর পর হতাশা নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ