টেস্ট সিরিজ হারের পর যা বললেন শান্ত
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে টিম টাইগার্স।
সিলেটে হারের পর চট্টগ্রাম টেস্টে ১৯২ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে নাজমুল হাসান শান্তর দল। তবে দলের এমন হারের দিনে শেষ পর্যন্ত ৮১ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ।
ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলছিলেন অধিনায়ক শান্ত। সেখানে শান্তর ভাষ্য, আমরা ভালো খেলিনি, বোলাররা উইকেটে নিজেদের প্রমাণ করে দেখালেও ব্যাটাররা ভালো ব্যাটিং করেনি। সবাই ক্রিজে সেট হয়েছে; কিন্তু বড় রান করতে পারেনি, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিশ্চিত করতে হবে যারা সেট হবে, তারা যেন বড় রান করে।
এ সময়ে প্রথম শ্রেণীর ক্রিকেট বেশি খেলার জন্যও তাগিদ দেন শান্ত। টাইগার দলপতির মন্তব্য, একজন খেলোয়াড় হিসেবে আমাদের যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তবে আমরা যদি আরও বেশি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলি, তাহলে তা আমাদের কাজে আসবে।
অভিষিক্ত পেসার হাসান মাহমুদ ও মিরাজের প্রশংসায় শান্তর দাবি, তার (হাসান) প্রথম ম্যাচে যেভাবে এসে বোলিং করেছে, সে সত্যিই ভালো বোলিং করেছে। সাকিব (ভাই) যেভাবে ব্যাট করেছে এবং বোলিং করেছে, মিরাজ যেভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে, তাতে কিছুটা ইতিবাচক দিক রয়েছে।
মন্তব্য করুন