• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

আরও একটি হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২৪, ২২:৩৭
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
ছবি- বিসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও একই পথে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি টাইগ্রেসদের জন্য সম্মান রক্ষার।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। মিরপুরে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়। প্রথম ম্যাচে দশ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে অজিদের কাছে ৫৮ রানে হেরে সিরিজ খুইয়েছে স্বাগতিকরা।

তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছে দুই দলের ক্রিকেটাররা। বুধবার (৩ মার্চ) দুপুরে গণভবনে গিয়েছিলো অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ নারী দল।

এ সময় ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এবং বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। এ ছাড়াও বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসনও উপস্থিত ছিলেন।

শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে অজিদের বিপক্ষের ঐতিহাসিক সিরিজ। প্রতিযোগিতা করতে না পারলেও এমন ধাক্কা বিশ্বকাপের প্রস্তুতি নিতে সাহায্য করবে জ্যোতিদের।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুর প্রতিশোধের মধ্য দিয়ে ফাইনালের টিকিট পেল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি অস্ট্রেলিয়ার
ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
জমে উঠেছে সেমিফাইনালের লড়াই, দেখে নিন সূচি