• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

যে বোলারের বিপক্ষে মাত্র দুটি বাউন্ডারি মেরেছেন ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২৪, ১৫:১৮
ধোনি
ছবি- বিসিসিআই

ক্যারিয়ারের পুরোটা সময় মারকুটে ব্যাটার হিসেবে খেলে আসছেন মহেন্দ্র সিং ধোনি। দুর্দান্ত সব ইনিংস খেলে শেষ মুহূর্তে জয় উপহার দিয়েছেন দলকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৬.১৩ ও আইপিএলে ১৩৬.২৮ স্ট্রাইকরেটে ব্যাট করেন তিনি।

তবে বিশ্বে এমন একজন বোলার আছেন, যার বিপক্ষে টি-টোয়েন্টিতে ধোনি ৯১ বলে মাত্র দুবার বাউন্ডারি হাঁকাতে পেরেছেন এই ভারতীয় ক্রিকেটার। ধোনির দুঃস্বপ্নের সেই বোলারের নাম হলো সুনীল নারিন। ত্রিনিদাদ ও টোবাগোর এই স্পিনারের মুখোমুখি হলেই যেন ধোনি গুটিয়ে যান।

সোমবার (৮ এপ্রিল) চলতি আইপিএলের ২২তম ম্যাচে আরও একবার নারিনের মুখোমুখি হবেন ধোনি।

চিদাম্বারাম স্টেডিয়ামে মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস ও নারিনের কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। এতে সুযোগ আসলে নারিন আরও একবার চমক দেখাতেই চাইবেন। চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারের শেষদিকে নামা ধোনি কি পারবেন নারিন জুজু কাটাতে?

টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত নারিনের ৯১টি বল চেজ করেছেন ধোনি। যার মধ্যে ৫০টিই ডট। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য বলছে, এই ৯১ বলে ধোনির স্ট্রাইকরেট মাত্র ৫২.৭৪। কোনো নির্দিষ্ট বোলারের অন্তত ৭৫টি বল মোকাবিলা করার পর এত কম স্ট্রাইকরেট নেই দুনিয়ার আর কোনো ক্রিকেটারের।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা 
কুমিল্লায় ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবকের প্রাণহানি
বিপিএলে বিতর্ক এড়াতে ব্যর্থ বিসিবি, যা বলছে ক্রিকেটভক্তরা
ক্রিকেটের মূল শাসক ভারত, আইসিসি দর্শক