• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি

ক্রীড়া ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ এপ্রিল ২০২৪, ২৩:৪৭
ফাইল ছবি

চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের ম্যাচে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)।

মঙ্গলবার (৯ এপ্রিল) ইংল্যান্ডে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ ও স্পেনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল–আজাইমের সামাজিক যোগাযোগমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কার।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ও স্পেনের ম্যাচসহ কোয়ার্টার ফাইনালের সব ম্যাচের প্রথম লেগে হামলার হুমকি আইএস। চলতি সপ্তাহে এই আসরের
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের চারটি ম্যাচের আয়োজক দেশ ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের কর্তৃপক্ষ হুমকি দিয়েছে ইসলামিক স্টেট। আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল–আজাইম তাদের এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেডিয়ামগুলোর নামসহ বন্দুকধারী এক ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লেখা হয়েছে তাদের সবাইকে মেরে ফেলা হবে (কিল দেম অল)।

তবে তিন দেশের সরকারই জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। এ জন্য বাড়তি সতর্কতা জারির প্রয়োজনীয়তা নেই।

এদিকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ম্যাচগুলো আয়োজিত হবে।

এতে জানানো হয়, চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সন্ত্রাসী হামলার হুমকির ব্যাপারে আমরা অবগত এবং সংশ্লিষ্ট ভেন্যু কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সবগুলো ম্যাচ নির্ধারিত সময়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

চ্যাম্পিয়নস লিগে আজকের ম্যাচ

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি, রাত ১টা, সান্তিয়াগো বার্নাব্যু।
আর্সেনাল-বায়ার্ন মিউনিখ, রাত ১টা, এমিরেটস স্টেডিয়াম।

আগামীকালের ম্যাচ

পিএসজি-বার্সেলোনা, কাল রাত ১টা, পার্ক দ্য প্রিন্সেস।
আতলেতিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড, কাল রাত ১টা, ওয়ান্দা মেত্রোপলিতানো।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি ইরানের
জলবায়ু পরিবর্তন সবার অস্তিত্বের প্রতি হুমকিস্বরূপ: ড. ইউনূস
বাংলাদেশকে ভেঙে নতুন দেশ তৈরির ক্ষমতা আছে, ভারতের নেতার হুমকি
ড. ইউনূসকে হত্যার হুমকি, আদালতে মামলা