• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

আইপিএলে যেখানে সবার সেরা মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২৪, ১১:৫২
মোস্তাফিজ
ছবি- বিসিসিআই

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে দারুণ সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন টাইগার এই পেসার। সবশেষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে ২২ রান খরচায় ২ উইকেট শিকার করেন দ্য ফিজ।

জোড়া উইকেট শিকারের দিনে আবারও পার্পল ক্যাপ পুনরুদ্ধার করেন কাটার মাস্টার। যদিও প্রতি ম্যাচেই রান আটকানোর পাশাপাশি দলকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দিচ্ছেন টাইগার এই পেসার। বিশেষ করে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করছেন তিনি।

সোমবার (৮ এপ্রিল) কলকাতার বিপক্ষে ডেথ ওভারে দুই ওভার বোলিং করেন টাইগার এই পেসার। এদিন ইনিংসের ১৮ ও ২০তম ওভারে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন বাঁ-হাতি এই পেসার। এ সময়ে ফিজের জন্য চ্যালেঞ্জ ছিলেন আন্দ্রে রাসেল। তবে শক্ত হাতেই সেই চ্যালেঞ্জ সামাল দিয়েছেন তিনি। ১৮তম ওভারে রাসেলের ক্যাচ উঠেছিল। তবে উইকেটের পেছনে তা মুঠোবন্দি করতে পারেননি ক্যাপ্টেন কুল ধোনি।

যদিও ইনিংসের শেষ ওভারে তা পুষিয়ে দিয়েছেন দ্য ফিজ। আক্রমণে এসেই শ্রেয়াশ আইয়ারকে ফিরিয়েছেন। জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন কলকাতার অধিনায়ক। দুই বল পরেই নেন মিচেল স্টার্কের উইকেট। এতে আবারও চলতি আসরের সবচেয়ে বেশি উইকেট শিকারির জায়গা দখলে নেন মোস্তাফিজ।

এদিকে চলতি আইপিএলে এখন পর্যন্ত ফিজের চেয়ে ডেথ ওভারে আর কোনো বোলারই বেশি ডট বল করতে পারেনি। সব মিলিয়ে ২৩টি ডট বল করেছেন টাইগার এই পেসার। তার ধারেকাছেও নেই কেউই।

এই তালিকার দুইয়ে আছেন আফগানিস্তানের পেসার নাভিন-উল-হক। ১৪টি ডট বল করেছেন তিনি। তালিকার তিনে থাকা মোহিত শর্মা, তুষার দেশপান্ডে ও মোহাম্মদ সিরাজ ১২টি করে ডট বল করেছেন।

সবমিলিয়ে ডেথ ওভারে ৪৮ বলে মোটে ৬৪ রান দিয়েছেন ফিজ। পেয়েছেন ৪ উইকেট। ইকোনমি রেট ৮ আর প্রতি ১৬ রানের বিনিময়ে একটি করে উইকেট শিকার করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিএসএলের ড্রাফটে সাকিব-মোস্তাফিজসহ ৩০ বাংলাদেশি
সাবেক এমপি মোস্তাফিজুরের অবৈধ সম্পদের সন্ধান
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে মোস্তাফিজ
পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ