ম্যানচেস্টার সিটির সঙ্গে ৩-৩ গোলে সমতা হওয়ার পরও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগের ম্যাচটিকে দুর্দান্ত বলছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।
মঙ্গলবার (৯ এপ্রিল) নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচ শেষে আনচেলত্তির ভাষ্য, দু’দলের জন্যই অবিশ্বাস্য একটি ম্যাচ ছিল। মাঠে যে মানের ফুটবল আমরা দেখেছি, তা নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। অসাধারণ দুটি দল সমানভাবে লড়াই করেছে। আমরা যা করেছি, তাতে সন্তুষ্ট। আশা করি ম্যানচেস্টারে পুনরাবৃত্তি হবে।
তিনি আরও বলেন, এটি এমন ম্যাচ, যা জয়ের মতো ছিল। কারণ, ২-১ থেকে ৩-১ করার সুযোগ ছিল আমাদের। তবে ৩-২ গেলে পিছিয়ে পড়ার পর আমরা ম্যাচটি হারতেও পারতাম, যদি ফেরার মতো আত্মবিশ্বাস না থাকতো। দু’দল যেমন খেলেছে, সেটির জন্য এটি সঠিক ফল। আমাদের দ্বিতীয় লেগে একইভাবে খেলতে হবে এবং আমরা দেখবো কি হয়।
এদিকে ফিরতি লেগে আগামী ১৮ এপ্রিল মুখোমুখি হবে রিয়াল ও ম্যান সিটি। ওই ম্যাচের বিজয়ী দল শেষ চারে খেলবে।
এর আগে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ড্র নিয়ে মাঠ ছাড়ল বিশ্ব ফুটবলের সেরা দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার (৯ এপ্রিল) রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-৩ গোলের ব্যবধানে শেষ হয় ম্যাচ।