• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২৪, ১২:২৬
বিসিসিআই
ছবি- আনন্দবাজার

বাংলাদেশের মাটিতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই ঢাকায় আসছে ভারতীয় নারী দল।

এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে নতুন মুখ হিসেবে আছেন আশা সোবহানা ও সানজানা সাজিভান।

২৩ এপ্রিল সিরিজ খেলতে ঢাকায় আসবে ভারতীয় নারী দল। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৮ এপ্রিল। একদিন বিরতি দিয়ে একই সময়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টুয়েন্টি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২, ৬ ও ৯ মে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে। প্রথম দুটি ম্যাচ ও শেষ ম্যাচটি হবে দিবা-রাত্রির। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। মাঝের ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে বেলা ২ টায়।

ভারত স্কোয়াড : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দায়ালান হেমালাথা, সানজানা সাজিভান, রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রেকার, আমানজত কৌর, শ্রেয়ানকা পাটিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং ঠাকুর ও তিতাস সাধু।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত, বহিষ্কার ২
চট্টগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২১ সেপ্টেম্বর)
ভারতের রানের পাহাড়, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের প্রাপ্তি ৩ উইকেট