ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ০৯:৫৩ পিএম


loading/img
ফাইল ছবি

চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। সিরিজটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ এপ্রিল) ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সিরিজটির জন্য নতুন করে দলে ডাক পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি।

সিলেটে অনুষ্ঠিত সিরিজটি খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে ভারত দল। এরপর ২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি দিয়ে লড়াই শুরু হবে। সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির হলেও  তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি বেলা ২টায় শুরু হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।

অতিরিক্ত– সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |