ক্যারিয়ারের ৫০৪তম ম্যাচে নিজের শতকের দেখা পেয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারিন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ এপ্রিল) ইডেন গার্ডেনসে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি।
এদিন ৫৬ বলে ১০৯ রানের ইনিংসে ১৩টি চার আর ৬টি ছক্কা হাঁকান নারিন। রান করেছেন ১৮৭.৭৫ স্ট্রাইকরেটে। ইডেন গার্ডেনে কলকাতার কোনো ব্যাটারের এটিই প্রথম সেঞ্চুরি। নারিনের সেঞ্চুরিতে ভর করেই ৬ উইকেটে ২২৩ রানের পাহাড়সম সংগ্রহ গড়েছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ জিততে হলে রাজস্থান রয়্যালসকে করতে হবে ২২৪।
বিজ্ঞাপন
মঙ্গলবার রাজস্থান রয়্যালসের আভেশ খান আর কুলদ্বীপ সেন নিয়েছেন দুটি করে উইকেট।