• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

বেটিং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মালান!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২৪, ১৭:১০
ডেভিড মালান
ছবি- সংগৃহীত

ক্রিকেটে জুয়া যেনো খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে। কারণ, বড় বড় টুর্নামেন্ট আয়োজনে অর্থ দিয়ে সাহায্য করছে জুয়ার কোম্পানিগুলো। এ ছাড়া নিজেদের প্রচারণার জন্য তারকা ক্রিকেটারদের পিছনে ছুটছে প্রতিষ্ঠানগুলো। এবার বেটিং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ডেভিড মালান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, ‘লাইনবেট’ নামক বিশ্বের অন্যতম জুয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মালানকে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির হয়ে বিশ্বব্যাপী প্রচার-প্রসারে কাজ করবেন মালান। জুয়ার কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত এই ইংলিশ ক্রিকেটার।

তিনি বলেন, আমি লাইনবেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে অনেক উচ্ছ্বসিত। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেটি ক্রীড়াপ্রেমিদের জন্য দারুণ পরিবেশ তৈরি করেছে। আমি দারুণ এই সম্পর্কটি এগিয়ে নেওয়ার জন্য মুখিয়ে আছি।

সবশেষ ২০২৩ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন এই ইংলিশ তারকা। সেবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। সব মিলিয়ে ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিপিএলে ২৮ ম্যাচ খেলেছেন মালান। ৩৪ এর বেশি গড়ে ৮৬৯ রান করেন তিনি। সেঞ্চুরি আছে একটি, আর হাফ সেঞ্চুরি ৫টি।

বাংলাদেশের আইন অনুযায়ী জুয়া নিষিদ্ধ, তাই আগামী বিপিএলে মালানের সুযোগ হয় কী না সেটাই দেখার। এর আগে বেটিং কোম্পানির বিজ্ঞাপনে অংশ নেওয়ায় ব্যাপক সমালোচনার শিকার হতে হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ওপর বোমা হামলা, টাকা ছিনতাই
একাধিক জনকে নিয়োগ দেবে মেট্রোরেল
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ ২ জনকে ফাঁসির আদেশ
একাধিক পদে জনবল নেবে ওয়ালটন, আবেদন অনলাইনে