• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২৪, ১৮:২৪
ইন্টার মিলান
ছবি-এএফপি

ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে জুভেন্টাসের আধিপত্যে ভাগ বসাতে পারে এমন ক্লাব কই! আপনি ফুটবল ফলোয়ার হলে, আরও সহজ করে বললে ইউরোপীয় ফুটবলের নিয়মিত দর্শক হলে নিশ্চিতভাবে মাথায় খেলবে দুটি নাম। এক এসি মিলান, আরেকটি ইন্টার মিলান।

প্রসঙ্গে ফেরা যাক। জুভেন্টাস এবার সিরি-এ জিততে পারবে না, এটা নিশ্চিত। কারণ, ৫ ম্যাচ হাতে রেখেই চলতি মৌসুমের শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। ৩৩তম রাউন্ডে অ্যাওয়ে ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে তারা হারায় ২-১ গোলে। এতেই ৩৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয় জায়ান্টদের।

এসি মিলানের নামের পাশে সমান ম্যাচ খেলে পয়েন্ট ৬৯। এতে শীর্ষস্থানে থাকা ইন্টারের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৭। ইন্টার যদি পরের সবগুলো ম্যাচ হেরে যায়, আর এসি মিলান যদি সব ম্যাচ জিতেও যায়, তবুও তারা ইন্টারের পয়েন্ট স্পর্শ করতে পারবে না।

নিজেদের ২০তম লিগ শিরোপা জয়ের পাশাপাশি আরও এক জায়গায় এসি মিলানকে পেছনে ফেলেছে ইন্টার। এর আগে, দুদলেরই ছিল সমান ১৯টি করে সিরি-এ শিরোপা। চলতি মৌসুমের শিরোপা জয়ের সঙ্গে দ্বিতীয় সফল ক্লাব হিসেবে নাম লেখালো ইন্টার মিলান। ৩৬টি শিরোপা জিতে শীর্ষে জুভেন্টাস। আর ২০টি শিরোপা জিতে এর পরেই আছে নিরাজ্জুরিরা। চলুন একনজরে দেখে নেওয়া যাক, ইন্টার মিলানের সাফল্যগুলো।

ক্লাবের ১১৬ বছরের ইতিহাসে প্রথম শিরোপার দেখা মেলে ১৯০৯-১০ মৌসুমে। ক্লাব তৈরির এক বছর পরই শিরোপা জিতে ইতালিতে হৈ-চৈ ফেলে দেয় তারা। এরপরের দুটি শিরোপার স্বাদ পায় ১০ বছর পরপর। শিরোপা জেতাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা ইন্টার এরপর হয়ে ওঠে ইতালিয়ান জায়ান্ট। ২০০৫ থেকে ২০০৯-১০ মৌসুমে টানা পাঁচ বার শিরোপা জিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠে ইন্টার মিলান। এরপর ২০২০-২১ মৌসুমেও শিরোপা জেতে তারা।

ইতালির ঘরোয়া ফুটবলের আরও দুই বড় আসর কোপা ইতালিয়া ৯ ও সুপার কোপা ৮ বার জিতেছে ইন্টার মিলান। আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও আছে সাফল্য। তিনবার করে ক্লাবটি জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের শিরোপা।

রেকর্ড আর ট্রফি জয়ের সাফল্যের সাথে ঐতিহ্য আর অহংবোধে মিলানের মানুষের আবেগের নাম ইন্টার মিলান। তবে, আরেক জায়ান্ট জুভেন্টাসের সঙ্গে টেক্কা দিতে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ছে স্বাধীন বাংলা ফুটবল দলের সম্মানী ভাতা, কমিটি গঠন 
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা
হামজার মতো আরও প্রবাসী ফুটবলারের খোঁজে বাফুফে
বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমোদন পেল হামজা