• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

চেলসির জালে আর্সেনালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫৯
আর্সেনাল
ছবি- আর্সেনাল ওয়েবসাইট

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে দাপুটে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখল আর্সেনাল।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এমিরেটস স্টেডিয়ামে চেলসিকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় দ্য গানার্স বাহিনী।

ম্যাচজুড়ে একচেটিয়া আধিপত্য দেখায় মাইকেল আর্তেতার শিষ্যরা। ম্যাচের চতুর্থ মিনিটে ডেক্লান রাইসের বাড়িয়ে দেওয়া বলে লিয়েন্দ্রো ট্রোসার্ডের গোলে লিড পায় আর্সেনাল। এরপর আরও বেশকিছু সুযোগ এসেছিল, তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে পারেননি রাইস-বুকায়ো সাকারা।

অ্যাঞ্জো ফার্নান্দেজ এবং নিকোলাস জনসনরাও সুযোগ কয়েকবার পেয়েছিলেন। তবে গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দ্য গানার্স।

দ্বিতীয়ার্ধে চেলসির জালে জোড়া আঘাত হানেন বেন হোয়াইট ও কাই হ্যাভার্টজ। ম্যাচের ৫২তম মিনিটে রাইসের বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন তিনি। মিনিট পাঁচেক পরেই গোল করেন হ্যাভার্টজ।

এরপর ম্যাচের ৬৫তম মিনিটে হ্যাভার্টজ এবং ৭০তম মিনিটে হোয়াইট গোলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মাইকেল আর্তেতার শিষ্যরা।

এই জয়ে শীর্ষে ফিরলো গানাররা। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে আর্তেতার দল। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। এ ছাড়া দুই ম্যাচ কম খেলা ম্যানসিটির ৭৩ পয়েন্ট।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাত মাস পর মাঠে গড়াল হকি, আশরাফুলের ৫ গোলে শুরু 
৯ গোলের ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল
বাকৃবিতে রঙিন গোলাকার মুলার পরীক্ষামূলক উৎপাদন
বুটের আঘাতে ক্ষত-বিক্ষত ইউরোজয়ী গোলরক্ষকের মুখ