বার্সেলোনায় থাকছেন জাভি!
বার্সেলোনার কোচ হিসেবেই বহাল থাকছেন জাভি। কাতালান ক্লাবটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত জানুয়ারিতেই চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
স্প্যানিশ গণমাধ্যমের বিভিন্ন সূত্র জানাচ্ছে, গত বছর বার্সেলোনার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন ৪৪ বছর বয়সী জাভি। বৃহস্পতিবার দিনব্যাপী ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে লম্বা আলোচনার পর নিজের সিদ্ধান্তের নাটকীয় পরিবর্তন করেন জাভি।
গত জানুয়ারিতে ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারের পর তিনি বলেছিলেন, ‘এই ক্লাবে কাজ করতে গেলে প্রতিদিনই এমন এক অনুভূতির মুখোমুখি হতে হয়, যেখানে বারবার তোমাকে মনে করিয়ে দেওয়া হয় তুমি যথেষ্ট ভালো করছো না। এটা সব কোচের ক্ষেত্রেই প্রযোজ্য। পেপ গার্দিওলা একবার আমাকে বলেছিল, এটা আর্নেস্টো ভালভার্দের ক্ষেত্রে হয়েছে। আমি লুইস এনরিকেকে চাপে থাকতে দেখেছি।’
জাভি আরও বলেন, ‘এখানে মাঝে মাঝে মনে হয় শ্রদ্ধার অভাব রয়েছে। তোমার কাছে মনে হবে তোমার কাজ অনেকেরই পছন্দ হচ্ছে না। এ কারণে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়াটা স্বাভাবিক। এক সময় অনেকেই আবেগী হয়ে পড়ে। আমি সবসময়ই একজন ইতিবাচক মানুষ, কিন্তু আমারও শক্তি ক্রমেই কমে যাচ্ছে। এ কারণেই আমার কাছে মনে হয়েছিল আর কাজ চালিয়ে নেবার কোনো মানে হয় না।’
সাম্প্রতিক সময়ে বার্সাকে ক্লাবের আর্থিক দিক নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে। ২০২১ সালের নভেম্বরে কোচ হিসেবে জাভিকে নিয়োগ দেওয়া হয়। তার নেতৃত্বে ক্লাবের সৌভাগ্য ক্রমেই ফিরে আসে। তারই ধারাবাহিকতায় গত মৌসুমে লিগ শিরোপাও ঘরে আসে। কিন্তু এবারের মৌসুমে স্প্যানিশ সুপার কাপে রিয়ালের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হবার পর কোপা ডেল রে’তে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।
জানুয়ারিতে জাভি বলেছিলেন, ‘কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে আমাকে মুক্ত থাকতে সহযোগিতা করেছে। ৩০ জুন থেকে আমি আর বার্সেলোনার কোচ নই। একজন বার্সা সমর্থক হিসেবে আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে ক্লাবের নাটকীয় একটি পরিবর্তন প্রয়োজন।’
উল্লেখ্য, জাভির এই ঘোষণার পর থেকেই বার্সেলোনা এই পদ নিয়ে দুশ্চিন্তায় পড়ে। জাভির মানের কোনো কোচ এখন পর্যন্ত তারা খুঁজে পায়নি। বার্সেলোনা বি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা সাবেক ডিফেন্ডার রাফায়েল মারকুয়েজ এই তালিকায় সর্বাগ্রে এগিয়ে ছিলেন। জার্মানির সাবেক বস হান্সি ফ্লিক ও ব্রাইটনের রবার্তো ডি জারবির নামও তালিকায় উঠে এসেছিল।
মন্তব্য করুন