• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ এপ্রিল ২০২৪, ১২:২৭
মেসি
ছবি- এপি

২০২২ সালের ১৮ ডিসেম্বর, কাতারের দোহায় ইতিহাস লেখা মুহূর্তের উচ্ছ্বাসের আনন্দ অশ্রু গিয়ে মিশেছে বুয়েন্স আইরেসের রাজপথে। আকাশি-সাদা রঙের পতাকায় মোড়ানো প্রতি মানুষের শরীরের উল্লাসের হাহাকার। আর মনের মধ্যে ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর নিশ্বাস।

বিশ্বকাপ জয়ের সেই ইতিহাস গাঁথা মুহূর্ত নিয়ে ২০২৩ সালে তৈরি হয়েছিল ডকু মুভি মুচাচোস। মেসি-ডি মারিয়াদের সেই ফুটবল যুদ্ধ জয়ের গল্পের প্রতিটি মুহূর্তে আবেগের বহিঃপ্রকাশ। সাড়া জাগানো সেই মুভি এলো বাংলাদেশে। হয়ে গেল প্রিমিয়ার।

স্টার সিনেপ্লেক্সের ম্যানেজার মেসবাহ উদ্দিনের ভাষ্য, বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক প্রচুর। সেটা চিন্তা করেই আমরা এই মুভিটা নিয়ে এসেছি। অন্যান্যদের দেশের এমন ডকু মুভি হলে আমরা সেগুলোও নিয়ে আসবো।

আর্জেন্টিনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিল ম্যাক্সিমিলানো রোমানেলোর মন্তব্য, বিশ্বকাপ জয় নিয়ে এই সিনেমা বাংলাদেশে দেখাতে পেরে আমরা গর্বিত। আমরা জানি, বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ফ্যান ফলোয়ার আছে। মেসির ভক্ত আছে। আর্জেন্টিনার সঙ্গে আমাদের একটি সম্পর্ক তৈরি হয়েছে। আমরা এরই মধ্যে বাংলাদেশের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। বাংলাদেশের ফুটবল ও হকির উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করতে পারি। আর আমাদের দেশের ক্রিকেটের উন্নয়নেও বাংলাদেশ এগিয়ে আসতে পারে।

মেসিদের নিয়ে ভক্তদের যেমন উচ্ছ্বাস, ঠিক তেমনি ফিনল্যান্ডে বেড়ে ওঠা জাতীয় দলের ফুটবলার তারিক কাজীরও সিনেমাটি নিয়ে আছে বিশেষ আগ্রহ।

সিনেমা শেষে দর্শকরা উচ্ছ্বসিত। আশা প্রকাশ করলেন, ২০২৬ বিশ্বকাপে চতুর্থ শিরোপা জয় করবে আলবিসেলেস্তারা। ১০০ মিনিটের এই সিনেমা বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে চলবে আগামী কয়েক সপ্তাহ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ নভেম্বর)
বাংলাদেশ-পাকিস্তান সমুদ্র যোগাযোগ চালু, উদ্বিগ্ন ভারত
আইপিএল নিলামের শর্টলিস্টে ১২ বাংলাদেশি ক্রিকেটার, কার ভিত্তিমূল্য কত
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল