• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

শুভর সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের সহজ জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৭
শামসুর রহমান শুভ
ছবি- বিসিবি

দলপতি শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রেলিগেশন রাউন্ডে সহজ জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রেলিগেশনে নিজেদের প্রথম ম্যাচে সিটি ক্লাবকে ৮৭ রানে হারিয়েছে তারা।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি পায় রূপগঞ্জ টাইগার্স। এদিন চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪ চার ও ৫ ছক্কায় ১১৫ বলে ১০১ রান করেন শুভ।

এতে এবারের মৌসুমে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া রূপগঞ্জ টাইগার্সের হয়ে ৫৯ রান করেন সালমান হোসেন। সিটি ক্লাবের হয়ে তিনটি উইকেট নেন ইরফান হোসেন।

জবাবে রূপগঞ্জ টাইগার্স বোলারদের তোপে ৪১ দশমিক ১ ওভারে ১৭০ রানেই গুটিয়ে যায় সিটি ক্লাব। আটে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মঈনুল ইসলাম।

রূপগঞ্জ টাইগার্সের সোহাগ গাজী ও মহিউদ্দিন তারেক তিনটি করে উইকেট নেন।

এর আগে, রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির কাছে ৪১ রানে হেরেছিল সিটি ক্লাব।

সংক্ষিপ্ত স্কোর

রূপগঞ্জ টাইগার্স : ৪৯.৫ ওভারে ২৫৭/১০ (শামসুর রহমান শুভ ১০১, সালমান হোসেন ইমন ৫৯, মাহফিজুল ইসলাম ৩৩; ইরফান হোসেন ৩/৫১, মঈনুল ইসলাম ২/৪৬)।

সিটি ক্লাব : ৪১.১ ওভারে ১৭০/১০ (মঈনুল ইসলাম ৫২, মাহফুজুর রহমান টিটু ২৯, রায়ান রাফসান রহমান ২০; মহিউদ্দিন তারেক ৩/২৪, সোহাগ গাজী ৩/৩৪)/

ফল : রূপগঞ্জ টাইগার্স ৮৭ রানে জয়ী।

ম্যাচসেরা : শামসুর রহমান শুভ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচসেরার পুরস্কার দুই সাবেক কোচকে উৎসর্গ করলেন তহুরা
ঋতুর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দিলেন আসিফ মাহমুদ
বাংলাদেশের ৯ টেস্ট সিরিজ জয়ের নায়ক যারা, সবার শীর্ষে সাকিব
ম্যাচসেরার প্রাইজমানি বন্যার্তদের দেওয়ার ঘোষণা মুশফিকের