ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

পাকিস্তানের বোলিং লাইনের দুর্বলতা নিয়ে যা বললেন কাইফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ মে ২০২৪ , ০২:৪৩ পিএম


loading/img
ছবি-পিসিবি

ভারত বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হয়েছিল পাকিস্তান। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমকে দলে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের বোলিং লাইনের দুর্বলতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

বিজ্ঞাপন

ভারতের একটি স্পোর্টস চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে পাকিস্তানের বোলিং লাইন, পেস বোলিংয়ে শক্তির গভীরতা এবং স্পিন বিভাগের দূর্বলতা নিয়ে কথা বলেছেন কাইফ।

পাকিস্তানের পেসার বোলিং ইউনিটের প্রশংসা করে কাইফ বলেন, তাদের (পাকিস্তান) শক্তি কেবল পেস বোলিংয়ে। হারিস রাউফ, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ আছেন। ওয়ানডে বিশ্বকাপে নাসিম না থাকায় তার অভাব টের পেয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

‘সে একজন ভালো বলার। তাদের একটা ভালো মানের পেস ইউনিট রয়েছে। যা যুক্তরাষ্ট্রের বাউন্সি পিচের কার্যকর হবে।’

পেসারদের নিয়ে প্রশংসা করলেও পাকিস্তানের স্পিন বোলিংয়ের দুর্বলতার বিষয়টি সামনে নিয়ে এসেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। তিনি বলেন, পাকিস্তানের স্পিন বিভাগে দুর্বলতা রয়েছে। শাদাব খান বল লাইনে রাখতে পারছেন না। নাওয়াাজের বলও টার্ন করছে না। ফলে স্পিনে তারা বেশ দুর্বল।

তাই দলে মূল বলারদের সতর্ক করেছেন কাইফ, কারণ, তারা উইকেট না নিলে বা ভালো বল না করলে দলকে বড় লক্ষ্য তাড়া করতে হতে পারে।

বিজ্ঞাপন

কাইফ বলেন, তাদের স্পিন বোলিং দুর্বল এবং চাপের মুখে তারা ব্যাটিংয়েও খারাপ করে। যদি তাদের বোলিং খারাপ হয়, যেমন নাসিম বা শাহিন উইকেট না পান তাহলে তারা ১৮০ প্লাস লক্ষ্য পায়।

তিনি আরও বলেন, আমি আগে উল্লেখ করেছি, তাদের লক্ষ্যই থাকে প্রথম ছয় ওভারে ২-৩ তিন উইকেট তুলে নেওয়া। এরপর সেখান থেকে ম্যাচ জেতা। ফলে যখন মূল বোলাররা অফ ফর্মে থাকে, তখন বিপদে পড়ে তারা। 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |