• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘হার্দিকের বিকল্প নেই’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ মে ২০২৪, ১৭:০৭
হার্দিক
ছবি- সংগৃহীত

অফ-ফর্মে থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ভারতের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগারকার।

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য গত ৩০ এপ্রিল রোহিত শর্মাকে অধিনায়ক করে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। পান্ডিয়া রোহিতের ডেপুটির দায়িত্ব পেয়েছেন।

এদিকে চলতি আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়ক করে মুম্বাই ইন্ডিয়ানস। কিন্তু মুম্বাইয়ের দলনেতা হিসেবে এখনও নিজের সেরাটা দিতে পারেননি তিনি। যে কারণে সমালোচনার মুখে পড়েছেন পান্ডিয়া।

বিশ্বকাপ দলে পান্ডিয়ার অন্তর্ভুক্তিও আগারকারকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এ ব্যাপারে তার ভাষ্য, ‘দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন পান্ডিয়া। আশা করা যাচ্ছে, দ্রুতই ফর্মে ফিরবেন তিনি।’

ভারতের হয়ে ২২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আগারকার আরও বলেন, ‘আমরা জানি, দলের জন্য সে (পান্ডিয়া) কি নিয়ে আসছে এবং তার অন্তর্ভুক্তি দলে ভারসাম্য এনেছে। আমি মনে করি না, এই মুহূর্তে তার পরিবর্তে অন্য কারও দরকার আছে। বিশেষভাবে যখন সে বোলিং করবে। এটি রোহিতকে বিভিন্ন কম্বিনেশন খেলার জন্য বিকল্প ব্যবস্থা আনবে।’

অন্যদিকে ১৬ মাস আগে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর বিশ্বকাপ দিয়ে ভারতের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্ত। ইতোমধ্যেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়ে চলতি আইপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি।

পান্ত ফেরায় উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুলের দলে সুযোগ হয়নি। ভারতের মিডল-অর্ডারের ব্যাটিং গভীরতা বাড়ানোর দিকে নজর ছিল আগারকারের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাহুল একজন দুর্দান্ত খেলোয়াড়। আমরা সবাই এটা জানি। আমরা অন্য খেলোয়াড়দেরও দেখেছি, মিডল-অর্ডারে ব্যাট করতে পারে। আইপিএলে এই মুহূর্তে ওপেনার হিসেবে খেলছে রাহুল, দিল্লির হয়ে পাঁচে ব্যাট করছে পান্ত।’

আগারকার আরও বলেন, ‘এটি চিন্তার বিষয় ছিল, রাহুল নাকি অন্যরা দলের জন্য বেশি ভালো হবে। এটি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে ছিল।’

উল্লেখ্য, আগামী ৫ জুন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে পালিয়ে শেষ রক্ষা হবে না: টুকু
ভারতের ২ ক্রিকেটার নিষিদ্ধ
পার্থে ৭২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো ভারত-অস্ট্রেলিয়া
ভারত ভিসা কবে উন্মুক্ত করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ