• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

বিশ্বকাপের আগে যাদের ওপর নজর বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ মে ২০২৪, ২১:০২
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।

সিরিজের প্রথমটিতে শুক্রবার (৩ মে) চট্টগ্রামে লড়ছে টাইগাররা। তবে পুরো সিরিজেই নজর রাখছে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দর্শকরাও। পাশাপাশি দুই ক্রিকেটারের ওপর বাড়তি নজর দিচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

ইনজুরি কাটিয়ে দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আসন্ন বৈশ্বিক মহারণের পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন এই পেস অলরাউন্ডার। তবে এই সিরিজ দিয়েই তার ফিটনেসের অবস্থা পরখ করা যাবে।

অন্যদিকে চলতি সিরিজ দিয়ে লাল-সবুজের জার্সিতে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। বিশ্বকাপে খেলতে এই সিরিজই তার কাছে নিজেকে প্রমাণের একমাত্র সুযোগ।

তাই সাইফউদ্দিন এবং তামিম দুইজনের জন্যই এই সিরিজটি নিজেকে প্রমাণের বড় সুযোগ। অন্যদিকে চোটের কারণে মাঠের বাইরে আছেন ওপেনার সৌম্য সরকার। ওপেনিংয়ে তার বিকল্প হিসেবেই বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারেন তানজিদ তামিম। সবমিলিয়ে এই তরুণে বিশেষ নজর রাখছে টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার (২ মে) সংবাদ সম্মেলনেও সাইফউদ্দিনকে নিয়ে আশার কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্তর ভাষ্যমতে, ‘সাইফউদ্দিন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেকদিন পর দলে এসেছে, ওর জন্য ভালো একটা সুযোগ। দলে লোয়ার-অর্ডার বা লোয়ার মিডল-অর্ডারে যারা ব্যাটিং করে– তাসকিন, তানজিম, সাইফউদ্দিন, রিশাদ, এমনকি শরিফুল; সবাই মোটামুটি ব্যাটিং করতে পারে। কম্বিনেশনের দিক থেকে আমরা ভালো একটা অবস্থানে আছি। সাইফউদ্দিনের জন্য অবশ্যই বড় সুযোগ, যদি ম্যাচ খেলার সুযোগ পায়। নিজের সেরাটা দিতে পারলে দলের ভালো হবে।’

বিশ্বকাপ দল প্রসঙ্গে শান্তর মন্তব্য, ‘শ্রীলঙ্কার সঙ্গে যে সিরিজ খেললাম বা এখন যে দল আছে, এখান থেকে প্রায় সবাই-ই বিশ্বকাপে যাবে; যদি সুস্থ থাকে। ২-১টা এদিক-সেদিক হতে পারে। অধিনায়ক হিসেবে আমি চাই প্রত্যেক জায়গার ক্রিকেটারদের যেন ফোকাস থাকে। ভালোভাবে প্রস্তুত হয়ে যেন বিশ্বকাপে যেতে পারি।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে আছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ডালাসে নিজেদের প্রথম ম্যাচে ৭ জুন টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে শান্তর দল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ভারতীয় খাঁসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ জব্দ
বাংলাদেশি উদ্যোক্তাদের মিশন: বিশ্বব্যাপী হালাল ইন্টারনেটের উন্মোচন
এদেশের মাটিতেই স্বৈরাচারের বিচার হবে: ডা. শফিকুর রহমান