• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সাকিবদের বিপক্ষে ৮ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন রাজা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ১৬:৪৮
ডিপিএল
ছবি- সংগৃহীত

চলমান ডিপিএলের সুপার লিগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচে ১৯৯ রানের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক। সেই সঙ্গে আট উইকেট শিকার করে ইতিহাস গড়েছেন পেসার রেজাউর রহমান রাজা।

সোমবার (৬ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে ২৭০ রানের পুঁজি গড়েন মুশফিক-তামিমরা। জবাব দিতে নেমে রাজার আগুনে বোলিং পুড়ে ছাই হয় সাকিব-সোহানরা। রাজার উইকেটে ভর করে মাত্র ৭১ রানে অলআউট হয় শেখ জামাল।

ইনিংসের দশম ওভারে গিয়ে প্রথম বল হাতে নেন রেজাউর রহমান রাজা । এর আগে হাসান মাহমুদ নিয়ে রেখেছিলেন দুই উইকেট। পরের গল্পের পুরোটাই রাজাময়। একে একে তিনি ফেরালেন আট ব্যাটারকে।

৬ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ২৩ রান দিয়ে ৮ উইকেট নেন রাজা। লিস্ট-এ ক্রিকেটে এটিই বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং ফিগার।

এর আগের রেকর্ডটি ছিল ইয়াসিন আরাফাত মিশুর। ২০১৮ সালে ডিপিএলেই আবাহনী লিমিটেডের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ৪০ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন এই পেসার।

আর ১৪ রান কম দিলে অবশ্য বিশ্বরেকর্ড গড়ে ফেলতেন রাজা। লিস্ট এ ক্রিকেটে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি ভারতের শাহবাজ নাদিমের দখলে। ২০১৮/১৯ বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের বিপক্ষে ঝাড়খণ্ডের হয়ে কেবল ১০ রানে ৮ উইকেট শিকার করেন এই স্পিনার।

১০তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফজলে মাহমুদ রাব্বিকে ফেরান রাজা। তার বলে থার্ড ম্যানে ক্যাচ দেন রাব্বি। ওই ওভারের শেষ বলে এসে প্রথম বলের মুখোমুখি হন সাকিব। তিনিও ক্যাচ তুলে দেন কোনো রান করার আগেই।

পরের ওভারে এসে আবার দুই উইকেট পান রাজা। প্রথমে বলে ক্যাচ দেন নুরুল হাসান সোহান। এক বল পর তাইবুর রহমানকে বোল্ড করেন রাজা। ১৪তম ওভার করতে এসে রিপন মণ্ডলকে ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন রাজা।

শেখ জামালের বাকি তিন ব্যাটার আবিদুর রহমান, ইয়াসির আলি ও শফিকুল ইসলামকেও সাজঘরের পথ দেখান রাজা।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম ও জাকির হাসানের হাফ সেঞ্চুরিতে ভালো সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ৯ চার ও ২ ছক্কায় ৯৫ বলে ৮৫ রান করেন জাকির। ৯৪ বলে ৭৮ রান আসে মুশফিকের ব্যাটে। শেখ জামালের হয়ে ১০ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন সাকিব আল হাসান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির সংগ্রহশালায় ইতিহাস গড়া ২০ জার্সি
ইতিহাস গড়ার লড়াইয়ে শেষ হাসি ট্রাম্পের
লাল বলের ক্রিকেটে জ্যোতির ইতিহাস
নিষেধাজ্ঞা কাটাতে মরিয়া সাকিব