ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কামিন্সের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি হায়দ্রাবাদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ মে ২০২৪ , ১০:০৫ পিএম


loading/img
ছবি- গেটি ইমেজ

চলমান আইপিএলে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১১ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে হার্দিকের দল। নিজেদের ১২তম ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নেমেছে মুম্বাই। এই ম্যাচে আগে ব্যাট করে রোহিত শর্মাদের ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে প্যাট কামিন্সের দল।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। দুজনের ব্যাট থেকে আসে ৫৬ রান। তবে ইনিংস বড় করতে পারেননি অভিষেক। ১৬ বলে ১১ রান করে আউট হন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মায়াঙ্ক আগারওয়াল। ৬ বলে ৫ রান করেন তিনি। ২ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন হেডও। ৩০ বলে ৪৮ রান করেন এই অজি ব্যাটার। নিতিশ কুমার ২০ রান এবং ২ বলে ৪ রান করে উইকেট মিছিলে যোগ দেন হেইনরিচ ক্লাসেন।

বিজ্ঞাপন

এতে ৬ রানের ব্যবধানে তিন ব্যাটারের বিদায়ে ছন্দ হারায় হায়দ্রাবাদ। এরপর শাহবাজ আহমেদ (১০), মার্কো জেনসেন (১৭) এবং ৩ রান করে আউট হন আব্দুল সামাদ। কিন্তু লড়াই করতে থাকেন কামিন্স।

শেষ পর্যন্ত সানভীর সিংয়ের ৭ বলের ৮ রান এবং প্যাট কামিন্সের ১৭ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংসে ভর কর করে আট উইকেটে ১৭৩ রানের লড়াকু পুঁজি পায় হায়দ্রাবাদ।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া এবং ‍পিযুস চাওলা। এ ছাড়াও অ্যানশুল ক্যামবোজ এবং জাসপ্রিত বুমরাহ নেন একটি করে উইকেট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |