• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

টানা পঞ্চম শিরোপা জিতে বসুন্ধরা কিংসের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ মে ২০২৪, ১৯:৫৬
বসুন্ধরা কিংস
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চলতি মৌসুমেও দুর্দান্তভাবে ছন্দে রয়েছে দলটি। সেই সঙ্গে টুর্নামেন্টের তিন ম্যাচ হাতে থাকতেই নিজেদের পঞ্চম শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।

শনিবার ( ১১ মে) ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ঢাকা মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস । এতে দেশের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা পঞ্চমবার লিগ চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা গ্রুপের দলটি। এদিন রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন গ্যালারির দর্শকরা।

১৫ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। সমান সংখ্যক ম্যাচে কিংসের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডানের পয়েন্ট ২৮। লিগের বাকি তিন ম্যাচ কিংস হারলে এবং মোহামেডান জিতলেও দু’দলের মধ্যে পয়েন্ট ব্যবধান থাকবে ৩। অর্থাৎ যাই ঘটুক, শিরোপা কিংসের হাতেই থাকছে।

বাংলাদেশ পেশাদার ফুটবল লিগে সবচেয়ে বেশি ৬ বার চ্যাম্পিয়ন আবাহনী। বসুন্ধরা কিংস ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পদার্পণ করে।

এরপর থেকে টানা পাঁচ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা। মাঝে একটি আসর করোনার জন্য পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশের ফুটবলে স্বাধীনতা পরবর্তী সময়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড থাকলেও টানা পাঁচ শিরোপা জয়ের কৃতিত্ব নেই।

লিগ টেবিলের উপরে থাকা দুই দলের শুরুটা ছিল তুমুল লড়াইয়ের। রক্ষণের নিজেদের ঢাল বানালো মোহামেডান। তবে বসুন্ধরা কিংস খেলেছে আক্রমণাত্মক ফুটবল। গোলও পেয়ে যায় তারা। পিছিয়ে পড়ার পর তেড়েফুঁড়ে বেরিয়ে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে মোহামেডান। তবে শেষ রক্ষা হয়নি। জয় নিয়েই মাঠ ছেড়েছে কিংস।

জোড়া গোল করেছেন কিংসের ব্রাজিলিয়ান তারকা দরিয়েলতন গোমেজ। মোহামেডানের হয়ে একটি গোল শোধ করেছেন মিডফিল্ডার মিনহাজুল আবেদিন বাল্লু।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিরোপা জয়ের পরই বড় দুঃসংবাদ বার্সেলোনা শিবিরে
হ্যাটট্রিক জয়ে বরিশালকে পেছনে ফেলে দুইয়ে চিটাগং কিংস
সিলেটের বিপক্ষে চিটাগং কিংসের রান পাহাড়
টস জিতে ফিল্ডিংয়ে সিলেট স্ট্রাইকার্স