চলমান আইপিএলে প্লে-অফ খেলার আশা শেষ হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে বাকি ম্যাচগুলো জিতে টুর্নামেন্ট শেষ করতে চায় হার্দিক-রোহিতরা। নিজেদের ১৩তম ম্যাচে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে মুম্বাই।
শনিবার (১১ মে) বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় প্রায় দেড় ঘণ্টা পর। এতে কাটা যায় ম্যাচের চার ওভার। ১৬ ওভারের ম্যাচে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মুম্বাই।
কলকাতা একাদশ : ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, নিতিশ রানা, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ : ইশান কিষান (উইকেটকিপার), নেহাল ওয়েধীরা, নামান ধীর, সূর্যকুমার যাদব, তিলাক ভার্মা, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, পীযুশ চাওলা, জসপ্রীত বুমরাহ, আনশুল কাম্বোজ ও নুয়ান তুশারা।