• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ-ডে সংকট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২৪, ০৯:৫৮
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

আগামী ২ জুন থেকে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত হয়েছে।

এক বার্তায় আইসিসির জানিয়েছে, ‘আইসিসির সভায় ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত হয়েছে।’

কিন্তু বৈশ্বিক এই টুর্নামেন্টের সূচি এতটাই ঠাসা যে রিজার্ভ ডে’তে ম্যাচ গড়ালে দ্বিতীয় সেমি জয়ী দল ফাইনাল খেলতে ২৪ ঘণ্টারও কম সময় পাবে; যা ফাইনালের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।

সূচি অনুযায়ী, আগামী ২৭ জুন বাংলাদেশ সময় ভোরে হবে প্রথম সেমিফাইনাল। আর একইদিন রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে। এ ছাড়া ২৯ জুন রাত সাড়ে ৮টায় বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

অন্যদিকে রিজার্ভ ডে নিয়ম অনুযায়ী, প্রথম সেমিফাইনাল রিজার্ভ ডে’তে গড়ালে ২৮ জুন একই সময়ে ম্যাচের বাকি অংশ মাঠে গড়াবে। দ্বিতীয় সেমিফাইনাল রিজার্ভ ডে’তে গড়ালে একই দিন রাত সাড়ে ৮টায় বাকি অংশ শেষ করা হবে। আর ২৯ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনাল খেলতে হবে।

তবে শুধু ফাইনাল খেললে এমন সমস্যা হতো না। ভেন্যু সংক্রান্ত সমস্যাও আছে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ভ্রমণও করতে হবে। তাই ২৪ ঘণ্টারও কম সময়ে ফাইনাল খেলতে হবে।

আগে কখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি। এর আগে, আইসিসির ইভেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে যথেষ্ট ফাঁকা সময় রাখা হয়েছিল। গেল ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ১৬ নভেম্বর এবং ১৯ নভেম্বর ফাইনাল হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলডিসি দেশগুলোর জন্য বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
বিশ্বকাপের টিকিট পেতে আর যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার
যেসব ‘অপরাধে’ নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী
জাতীয় দলে কবে খেলবেন, জানালেন সাকিব