লিটনের ফর্মে ফেরার লড়াইয়ে সঙ্গে নেই কোচিং স্টাফরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ০৬:০৬ পিএম


লিটন
ছবি- বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে টানা ব্যর্থতার পরও লিটনের ওপর ভরসা রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের ১৫ সদস্যের মূল স্কোয়াডে রয়েছেন এই ডান হাতি ব্যাটার। তাই নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে মিরপুরে অনুশীলন করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) মিরপুরে সংবাদ সম্মেলন করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

এ সময় লিটনকে দলের রাখার কারণ হিসেবে লিপু বলেন, সে ফর্মে না থাকলেও আমরা তাকে নিয়ে কাজ করছি। আশা করছি খুব তাড়া ছন্দে ফিরবে লিটন।

বিজ্ঞাপন

তবে নির্বাচকের সঙ্গে কাজের কোনো মিল দেখা যায়নি লিটনের অনুশীলনে। মিরপুরের সেন্ট্রাল উইকেটে লিটন ব্যাটিং অনুশীলন করলেও তার ভুল ধরিয়ে দেওয়ার মতো ছিল না কেউ।

এদিন লিটনের সঙ্গে দেখা যায়নি টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেম্প, সহকারী হেড কোচ নিক পোথাস কিংবা হেড কোচ হাথুরুসিংহেকে। এখন প্রশ্ন উঠতেই পারে জাতীয় দলের কোচিং স্টাফরা যখন ঢাকায় তখন কেন একা অনুশীলন করছেন লিটন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission