• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

স্টাবসের দুর্দান্ত ফিনিশিংয়ে বড় পুঁজি দিল্লির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২৪, ২২:০২
আইপিএল ২০২৪
ছবি: বিসিসিআই

চলমান আইপিএলে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে দিল্লি ক্যাপিটালসকে। তবে শেষটা করতে চায় জয় দিয়ে। তাই ঘরের মাঠে শেষ ম্যাচে আগে ব্যাট করে লখনৌ সুপার জায়ান্টকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছে দিল্লি।

মঙ্গলবার (১৪ মে) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন মারকুটে অজি ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তবে শাই হোপকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন অভিষেক পোরেল। ২১ বলে ফিফটি তুলে নেন এই তরুণ ব্যাটার।

তবে ফিফটি তুলতে পারেননি শাই হোপ। ২৭ বলে ৩৮ রান করে আউট হন এই ক্যারিবিয় ব্যাটার। ৩৩ বলে ৫৮ রান করে তাকে সঙ্গ দেন পোরেল।

এরপর ক্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক ঋষভ পান্থ। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ২৩ বলে ৩৩ রান করে পান্থ আউট হলে দলের হাল ধরেন স্টাবস। ২২ বলে ফিফটি তুলে নেন এই প্রোটিয়া ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন অক্ষর প্যাটেল।

শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের ১০ বলে ১৪ রান এবং স্টাবসের ২৫ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে চার উইকেটে ২০৮ রানের বড় পুঁজি পায় দিল্লি।

লখনৌয়ের হয়ে নাভিন উল হক দুটি, আর্শাদ খান এবং রবি বিষ্ণু নেন একটি করে উইকেট।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লির সঙ্গে ‘অসম চুক্তি’ নিয়ে যে বার্তা দিলেন সমন্বয়ক হাসিব
আইপিএলের দলগুলোকে যে বার্তা দিলেন স্মিথ
নয়াদিল্লির প্রেস সচিব শাবান মাহমুদের চুক্তি বাতিল
দিল্লিতে বসে শেখ হাসিনা নতুন চক্রান্তে লিপ্ত হয়েছেন: মির্জা ফখরুল