• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

চমক দিয়ে ইউরোর দল ঘোষণা জার্মানির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২৪, ২০:০৪
জার্মানি
ছবি- সংগৃহীত

গত কয়েক বছর ধরে ছন্দে নেই জার্মানি ফুটবল দল। (রাশিয়া ও কাতার) টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এবার নিজেদের মাটিতে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলবে মুলার-নয়াররা। আগামী মাসে শুরু হবে ইউরোপ সেরার লড়াই।

স্বাগতিক দেশ হওয়ায় জার্মানিকে এবারের ইউরোর বাছাই পর্ব খেলতে হয়নি। তাই প্রীতি ম্যাচ খেলেই নিজেদের প্রস্তুতি সেরেছে তিনবারের ইউরোপসেরারা।

সম্প্রতি জুলিয়ান নাগেলসম্যানের অধীনে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে তারা। আসন্ন ইউরোতে চতুর্থ শিরোপার সন্ধানেই মাঠে নামবে ডাইমানশ্যাফট খ্যাত দলটি।

আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ নাগেলসম্যান। তার দলে সুযোগ হয়নি বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ম্যাট হ্যামেলসের। চমক আছে আরও। দলের বেশ কয়েকজন তারকাকে দল থেকে বাদ দিয়েছেন জার্মানির কোচ।

নাগেলসম্যানের ইউরো স্কোয়াডে পাননি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ডর্টমুন্ডের একাদশের নিয়মিত সদস্য জুলিয়ান ব্রান্ডট, করিম আদেয়েমি ও নিকলাস সুলের। এ ছাড়া বায়ার্ন মিউনিখের লিওন গোরেৎস্কা, সার্জ গ্যানাব্রিও এবং লাইপজিগের টিম ভার্নারও বাদ পড়েছেন।

নাগেলসম্যান ইউরোর দলে ডাকার ক্ষেত্রে বুন্দেসলিগার চলতি মৌসুমের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিয়েছেন। দলে ডাক পেয়েছেন ভিএফবি স্টুটগার্টের ফরোয়ার্ড দেনিজ উন্দাভ ও টিএসজি হফেনহেইমের ম্যাক্সিমিলান বেইয়ের।

গোরেৎস্কা জায়গা না পেলেও দলে আছেন বায়ার্নের আরেক মিডফিল্ডার আলেকসান্ডার প্যাভলোভিচ। কোচের অনুরোধে অবসর ভেঙে ফেরা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস আছেন ইউরোর দলে। রিয়ালের আরেক খেলোয়াড় অ্যান্টনি রুডিগারও আছেন ইউরোর দলে।

জার্মানি ইউরো স্কোয়াড:

গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার, টার স্টেগান, অ্যালেক্সান্ডার নুবেল, অলিভার বাউম্যান।

ডিফেন্ডার: নিকো স্ক্লটারব্যাক, জোনাথান টাহ, রবিন কচ, ম্যাক্সিমিলান মিটেলস্ট্যাড, জশুয়া কিমিখ, অ্যান্টনি রুডিগার, ডেভিড রাম, ভালদেনার আন্টন, বেঞ্জামিন হেনরিখস।

মিডফিল্ডার: ইলকায় গুন্দোয়ান, ফ্লোরিয়ান রিটজ, জামাল মুসিয়ালা, আলেকসান্ডার প্যাভলোভিচ, রবার্ট আন্ডরিচ, প্যাসকাল গ্রব ও টনি ক্রুস।

ফরোয়ার্ড: লেরয় সানে, দেনিজ উন্দাভ, টমাস মুলার, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, ম্যাক্সিমিলান বেইয়ের।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ইকুয়েডরকে নিয়ে সেভেনআপ গল্প তৈরি আর্জেন্টিনার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২১ নভেম্বর)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ নভেম্বর)
ময়মনসিংহে বসছে ‘ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা ডে’ এর ৯ম আসর