• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

কঠিন সমীকরণের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২৪, ১৯:৪১
আইপিএল ২০২৪
ছবি- বিসিসিআই

চলতি আইপিএলে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে ফেলেছে তিন দল। যেখানে রয়েছে কলকাতা, রাজস্থান ও হায়দ্রাবাদ। তবে বাকি এক দল চূড়ান্ত হবে চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যেকার লড়াই দিয়ে। প্লে-অফ উঠতে দুই দলই কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে।

শনিবার (১৮ মে) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু ও চেন্নাই। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে চেন্নাই।

ফলে বেঙ্গালুরু যদি চেন্নাইকে ২০০ রানের লক্ষ্য দেয়, তাহলে ১৮৩ রান করতে পারলেই প্লে-অফ নিশ্চিত হবে ধোনিদের। অর্থাৎ ১৮ রানের চেয়ে কম ব্যবধানে হারলেও প্লে-অফে যাবে গায়কোয়াড়ের দল।

চেন্নাই একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, মহেন্দ্র সিং ধোনি, শার্দুল ঠাকুর, তুষার দেশপান্ডে, মাহেশ থিকশানা, সিমারপ্রীত সিং।

বেঙ্গালুরুর একাদশ : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন-ম্যাক্সওয়েল, রজত পাতিদার, কারান শর্মা, মাহিপাল লোমরোর, ক্যামরুন গ্রিন, মোহাম্মদ সিরাজ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যশ দয়াল, ও লকি ফার্গুসন।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে মুখ খুললেন ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন তুষ্টি
বড় পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপে
জোটসঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত
মোস্তাফিজের জন্মদিনে যে বার্তা দিলো চেন্নাই