• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বেঙ্গালুরুর পুঁজি ২১৮

প্লে-অফে উঠতে চেন্নাইয়ের প্রয়োজন ২০১ রান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২৪, ২২:৩৫
আইপিএল ২০২৪
ছবি- বিসিসিআই

প্লে-অফের ওঠার কঠিন লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমীকরণ মেলানোর ম্যাচে আগে ব্যাট করে চেন্নাইকে ২১৯ রানের লক্ষ্য দিয়েছে কোহলিরা।

তবে যদি চেন্নাই ২০১ রান করলেই কপাল পুড়বে বেঙ্গালুরুর। কারণ, প্লে-অফে উঠতে হলে চেন্নাইকে ন্যূনতম ১৮ রানের ব্যবধানে হারাতে হবে বেঙ্গালুরুকে।

শনিবার (১৮ মে) টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিস। দুজনের ব্যাট থেকে আসে ৭৮ রান। তবে তিন রানের জন্য ফিফটি পাননি কোহলি। ২৯ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরেন এই ভারতীয় ব্যাটার।

কিন্তু অপর প্রান্ত থেকে ৩৫ বলে ফিফটি তুলে নেন ডু প্লেসিস। ৩৯ বলে ৫৪ রান করে আউট হন এই প্রোটিয়া ব্যাটারও।

ক্যামরুন গ্রিনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রজত পাতিদার। ২৩ বলে ৪১ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই তরুণ ব্যাটার। এরপর ৫ বলে ১৪ রান করে আউট হন দিনেশ কার্তিক।

শেষ পর্যন্ত গ্লেন ম্যাক্সওয়েলের ৫ বলে ১৬ রান এবং ক্যামরুন গ্রিনের ১৭ বলের হার না মানা ৩৮ রানের ইনিংসে ভর করে ২১৮ রানের বড় পুঁজি পায় বেঙ্গালুরু।

চেন্নাইয়ের হয়ে দুই উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর। এ ছাড়া তুষার দেশপান্ডে এবং মিচেল স্যান্টনার নেন একটি করে উইকেট।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেন্নাইয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার ৫০০
একনজরে দেখে নিন আইপিএলের ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
রেকর্ড গড়ে আইপিএলে দল পেলেন ১৩ বছরের বৈভব
সাকিব-মোস্তাফিজকে দলে না নেওয়ায় আইপিএল বয়কটের দাবি ভক্তদের